ক্যান্টারবেরি: ভারতের এশিয়া কাপ দলে তিনি নেই। বাদ পড়েছেন বিশ্বকাপের প্রাথমিক দল থেকেও। তবে কাউন্টি ক্রিকেটে (County Championship) নিজের অভিষেক ম্যাচে বল হাতে কিন্তু দুরন্ত পারফর্ম করলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে কেন্টের (Kent) হয়ে তিন উইকেট নিলেন তিনি। চাহাল ও অ্যারন নিজারের যুগলবন্দিতেই কেন্টের ৪৪৬ রানের জবাবে ২৬৫ রানেই শেষ হয়ে যায় নটিংহ্যামশায়ারের প্রথম ইনিংস।


ভারতীয় দলে ব্রাত্য, ঘরোয়া তেমন কোনও বড় টুর্নামেন্ট আপাতত নেই। তাই এই সময়টিকে কাজে লাগিয়ে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে সই করেছেন চাহাল। তবে ভারতের তারকা স্পিনারবেশি নয়, মাত্র তিনটি ম্যাচের জন্য লন্ডনের কাউন্টির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কাউন্টি অভিজ্ঞতার জন্য বেশ মুখিয়েও ছিলেন চাহাল। আর প্রথমবার মাঠে নেমেই নিজের দক্ষতাও প্রমাণ করে দিলেন তিনি।


চাহাল লেগ স্পিনারদের এক স্বপ্নের বলে নিজের প্রথম কাউন্টি উইকেট পান। লিন্ডন জেমের উইকেট ভেঙে দেন তিনি। মিডল স্টাম্পে পড়া চাহালের বল জেমসের অফস্টাম্প ভেঙে দেয়। অবশ্য চাহালের জন্য এটা নতুন কিছু নয়, এর আগেও তাঁকে এমন ভঙ্গিমায় ব্যাটারদের বোকা বানিয়ে তাঁদের উইকেট ছিটকে দেওয়ার সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। এদিনও তেমনটাই হল। জেমসের উইকেট ছাড়াও এদিন তিনি ম্যাথিউ মন্টগোমেরি ও ক্যালভিন হ্যারিসনের উইকেট নেন।


প্রসঙ্গত, চাহাল বিশ ওভারের ফর্ম্যাটে চাহাল ভারতের সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও, লাল বলের ক্রিকেটে কিন্তু তিনি কোনওদিন টিম ইন্ডিয়ার হয়ে সুযোগই পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্সও খুব একটা আহামরি নয়। ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৮৭টি উইকেট নিয়েছেন চাহাল। তাঁর বোলিং গড় ৩৫। তবে ইংল্যান্ডের পরিবেশে লাল বল হাতে শুরুটা ভাল করে কিন্তু চাহাল প্রমাণ করে দিলেন, যে লাল বলের ক্রিকেটেও তিনি যথেষ্ট দক্ষ।


 






নটিংহ্য়ামশায়ারের বিরুদ্ধে চলতি ম্যাচ আরও এক ইনিংস তো রয়েছেই। এছাড়াও ল্যাঙ্কাশায়ার ও সামারসেটের বিরুদ্ধে খেলবেন তিনি। সেই ম্যাচগুলিতে চাহাল কেমন পারফর্ম করেন, সেদিকে কিন্তু ভারতীয় ক্রিকেট অনুরাগীরা নজর রাখবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চোট কি গুরুতর? শ্রীলঙ্কার বিরুদ্ধে কেন খেলছেন না শ্রেয়স?