ক্যান্ডি: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালের বিরুদ্ধে (IND vs NEP) জয়ের জন্য ভারতীয় দলকে ১৪৩ রান তাড়া করতে হত। ওপেনারদের দাপটেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে দিল ভারত। শুভমন গিল (Shubman Gill) ও রোহিত শর্মা (Rohit Sharma) উভয়েই অর্ধশতরান হাঁকান। ১৭ বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করে ভারত। রোহিত ৭৪ ও শুভমন ৬৭ রানে অপরাজিত থাকেন। এই জয়ের সুবাদেই এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করে নিল ভারত। 


ম্যাচে বল হাতে যেমন ভারতীয় দলের শুরুটা ভাল হয়নি, ব্যাট হাতেও তেমনটা টিম ইন্ডিয়া, বিশেষত অধিনায়ক রোহিত শুরুটা নড়বড়ে করেছিলেন। প্রথম ওভারেই একাধিকবার তাঁর বিরুদ্ধে আউটের আপিল উঠে। তবে সেই চাপ সামলে নেন। ভারতীয় ইনিংসে ১৩ বল হতে না হতেই বৃষ্টির আগমন ঘটে। এই বৃষ্টির জেরেই ভারতের লক্ষ্য ২৩১ রান থেকে কমে ১৪৩ রান দাঁড়ায়। ৫০ ওভারের ম্যাচ দাঁড়ায় ২৩ ওভারের ম্যাচে।


বৃষ্টির সঙ্গে সঙ্গে থামলে ভারতীয় দল ব্যাটে নামলে দুরন্ত ছন্দে দেখায় দুই ওপেনারকেই। রোহিত ও শুভমন একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠান। ৭.৫ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে টিম ইন্ডিয়া। রোহিত পাঁচটি চার ও তিনটি ছক্কার সুবাদে মাত্র ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। গিল ৫০ রানের গণ্ডি পার করতে নেন ৪৭ বল। ১৩.৪ ওভারে ১০০ রান করে ভারত। শতরানের গণ্ডি পার করার পর খানিকটা মন্থর গতিতেই ব্যাটিং করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চার মেরে দলের জয় সুনিশ্চিত করেন গিল। ৭৪ রানের ইনিংসের জন্য অধিনায়ক রোহিতকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।


ভারতীয় দল এরপর রবিবার, ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে। সদ্য বাবা হওয়া যশপ্রীত বুমরা এই ম্যাচে না খেললেও, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে দলে ফিরবেন বলেই বিসিসিআই সূত্রে খবর। চোট সারিয়ে কেএল রাহুলও সুপার ফোরের সেই ম্যাচে ভারতীয় একাদশের অংশ হতে পারেন। চিরপ্রতিদ্বন্দ্বীদের গত ম্য়াচ ভেস্তে গিয়েছিল। এবার পরের ম্যাচে কী হয়, সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অপেক্ষার অবসান, মঙ্গলবারই আয়োজিত হবে ভারতের বিশ্বকাপ দল