দুবাই: বারবার সাতবার। এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ পর্বের ম্যাচের মতো 'সুপার ফোর'-র মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে মেজাজে জয় পেল ভারতীয় দল (IND vs PAK)। ১৭২ রান তাড়া করতে নেমে সাত বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এই ম্যাচে তথা এবারের কোনও এশিয়া কাপের ম্যাচেই অংশ নেননি বিরাট কোহলি (Virat Kohli)। তবে দুবাইয়ে রবিবাসরীয় সন্ধেতে তিনি যেন না থেকেও উপস্থিত রইলেন।
ম্যাচে একসময় হ্যারিস রউফ (Haris Rauf) বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। ঠিক তখনই সেখানে উপস্থিত ভারতীয় সমর্থকদের তরফ থেকে হ্যারিসের উদ্দেশে ভেসে 'কোহলি, কোহলি' ধ্বনি। হ্যারিসও গোটা বিষয়টা এড়িয়ে না গিয়ে নিজের মতো প্রতিক্রিয়া দেন। জিনিসটি এই অবধিই সীমাবদ্ধ থাকে। তবে হঠাৎ যে ম্যাচে কোহলি নেই, সেখানে হঠাৎ তাঁর নাম তুলে এনে হ্যারিসের উদ্দেশে বলা হল কেন?
এই বিষয়টা মোটামুটি সকল ক্রিকেটপ্রেমীই অবগত। ২০২২ সালে বিশ্বকাপের ম্যাচে মেলবোর্নে এমনই এক ভারত-পাকিস্তান দ্বৈরথে কার্যত অতিমানব হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। প্রায় হেরে যাওয়া ম্যাচকে ভারতের পক্ষে টেনে এনে দলকে জিতিয়েছিলেন 'কিং'। সেই ম্য়াচের ১৯তম ওভারে এই হ্যারিস রউফের বিরুদ্ধেই শেষ দুই বলে নাগাড়ে দুই বলে দুই ছক্কা হাঁকিয়েছিলেন কোহলি। সেই কথা স্মরণ করিয়ে দিতেই ভারতীয় সমর্থকরা রউফকে কোহলির নাম করে খোঁচা দেওয়ার চেষ্টা করছিলেন।
রবিবারে এশিয়া কাপের ম্যাচে কোহলি ছিলেন না। ছিলেন না রোহিত শর্মাও, তাও কিন্তু হেসেখেলে জিতল ভারতীয় দল। এদিন ভারতের জয়ের দুই মূল কারিগর শিবম দুবে ও অভিষেক শর্মা। একজন বল হাতে দুই অলরাউন্ডারের একজন বল হাতে দুই গুরুত্বপূর্ণ উইকেট নিলেন, আরেকজন ব্যাটিংয়ে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে দলের জয় সুনিশ্চিত করলেন। কথা হচ্ছে যথাক্রমে শিবম দুবে ও অভিষেক শর্মার।
পাওয়ার প্লে শেষের আগেই ৫০ রান ও ১০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৯১ রান তুলে পাকিস্তান কিন্তু বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়েছিল। তবে শিবম দুবে অর্ধশতরান হাঁকানো শাহিবজাদা ফারহান ও ছন্দে ফেরা সাঈম আয়ুবকে সাজঘরে ফিরিয়ে ভারতের কামব্যাকের ভিত গড়েন। শেষমেশ অভিষেকের দুরন্ত ব্যাটিং ভারতের হয়ে জয় সুনিশ্চিত করে চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ১০০ শতাংশ রেকর্ড অব্যাহত রাখেন।