দুবাই: বারবার, সাতবার। ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, রবিবার এশিয়া কাপের 'সুপার ফোর'-র ম্য়াচ মিলিয়ে নাগাড়ে সাত ম্যাচে পাকিস্তানকে হারাল ভারতীয় দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফের একবার দুরন্ত ভঙ্গিমায় জয় পায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে গ্রুপ পর্বের ম্যাচের মতো আগাগোড়া দাপট কিন্তু এই ম্যাচে দেখায়নি টিম ইন্ডিয়া। বরং শুরুটা পাকিস্তানই বেশি ভাল করেছিল। নিজেদের ব্যাটিং ইনিংসের প্রথম ১০ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে ৯১ রান তুলে ফেলেছিল তাঁরা।

Continues below advertisement

প্রথম ১০ ওভারে ৯১ রান তোলার পরে বাকি ১০ ওভারে অবশ্য় ৮০ রানই তুলতে পারে পাকিস্তান। জবাবে অভিষেক শর্মার দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় ভারত। প্রথম ১০ ওভারে খানিকটা চাপে থাকলেও জল পানের বিরতিতে কী এমন ঘটে যার ফলে সবটা বদলে যায়? ভারতীয় অধিনায়ক ম্যাচ শেষে জানান, 'প্রথম ১০ ওভারের পরেও ছেলেরা বেশ শান্তই ছিল। আমি খালি ওদের আশ্বস্ত করে জল পানের বিরতির পর বলেছিলাম যে আসল খেলাটা তো এইবার শুরু হবে।'

এই ম্যাচে যশপ্রীত বুমরাকে তাঁর সেরা ছন্দে বোলিং করতে দেখা যায়নি। তবে সেই নিয়ে সূর্য খুব একটা উদ্বিগ্ন নন। 'সব ঠিক আছে। ও (বুমরা) তো আর রোবট নয়, মাঝে সাঝে ওর খারাপ দিন যেতেই পারে। আজ দুবে আমাদের বাঁচিয়ে দিয়েছে।' শিবম দুবে বল হাতে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে জোড়া উইকেট নেন। ব্যাটে নেমে দুই ভারতীয় ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মা শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। দুই ওপেনারকে প্রশংসায় ভরিয়ে দেন সূর্য। 'ওরা দুইজন একে অপরের পরিপূরক, অনেক আগুন আর বরফের মতো।' মত তাঁর।

Continues below advertisement

পাকিস্তানের ব্যাটিং ইনিংসে অভিষেক জোড়া ক্যাচ মিস করেছিলেন। তবে ব্যাটে ৩৯ বলে ৭৪ রান করে তিনি যেন প্রায়শ্চিত্ত করলেন। ম্যাচের সেরা হয়েছেন অভিষেকই। তিনি বলেছেন, 'আজ খুব সহজ ম্যাচ ছিল। ওরা যেভাবে কোনও কারণ ছাড়া আমাদের দিকে তেড়ে আসছিল, আমার মোটেও ভাল লাগেনি। সেই সময়ই ঠিক করি ওদের প্রত্যাঘাত করব। আমি দলের হয়ে অবদান রাখতে চেয়েছিলাম।' পাক ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং করার সময় বারবার উত্তপ্ত বাদানুবাদেও জড়িয়ে পড়ছিলেন অভিষেক। যদিও বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিলেন না তিনি। শেষমেশ তাঁর ব্য়াটেই ভারতের দুরন্ত জয় আসে।