দুবাই: পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার পর, রবিবারই প্রথম এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার দূরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবেন সূর্যকুমার যাদব, সলমন আলি আঘা-রা। কিন্তু দুবাইয়ের ক্রিকেটের মাঠে বল গড়ানোর আগেই, ভারতের রাজনৈতিক ময়দানে আছড়ে পড়েছে বিতর্কের একের পর এক বাউন্সার! লক্ষ্য, মোদি সরকার! বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোজ তিওয়ারি বলেছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের অসম্মান করা।'
চলতি বছরের ২২ এপ্রিল ভয়ঙ্কর জঙ্গি-হামলার সাক্ষী থেকেছে পহেলগাঁও। বেছে বেছে হিন্দু পর্যটকদের তাঁদের পরিবারের সদস্যদের সামনে খুন করা হয়। পাকিস্তানকে পাল্টা প্রত্য়াঘাত করতে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারতীয় সেনা! একাধিক জঙ্গি শিবিরের পর, গুঁড়িয়ে দেওয়া হয়, পাক বায়ুসেনার একাধিক ঘাঁটি। সিন্ধু জলবণ্টন চুক্তিও স্থগিত করে দেয় ভারত। পাকিস্তানকে হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, 'সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না।' নরেন্দ্র মোদির এই বক্তব্যকেই হাতিয়ার করে, সোশ্য়াল মিডিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, 'পাকিস্তানে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। কিন্তু রক্ত আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে। বিশেষ করে, অমিত শাহর 'একমাত্র যোগ্য়তাসম্পন্ন' পুত্রের ভাগ্য় এর ওপর নির্ভর করে। সেরা দলই জয়লাভ করুক।' বর্তমানে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা ICC-র চেয়ারম্যান পদে রয়েছে অমিত শাহের পুত্র জয় শাহ। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এই অবস্থায় ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তানের নামাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেছেন, 'বিজেপির এটা এক অদ্ভুত খেলা। গৌতম গম্ভীর যখন বিজেপির সাংসদ ছিলেন তখন নিজে ঘোষণা করেছিলেন ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচ বয়কট করা উচিত। কিন্তু দেখা গেল পাকিস্তানের খেলার দিন নিজেই সবার আগে কমেন্ট্রি বক্সে বসে। এরা তাদের মিডিয়া সেল দিয়ে উসকে দেয় মানুষকে তারপর নিজেরা যা করার করে। এটাই যাদের রাজনীতি এই রাজনীতি করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।' প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য় আইচ রায় বলেছেন, 'সম্প্রতি পহেলগাঁও হামলার প্রতিবাদ জানিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এর গ্রুপ পর্বের ম্যাচ ও তারপর সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি যুবরাজ, শিখর ধাওয়ানের মতো প্রাক্তন তারকারা। কিন্তু এশিয়া কাপে সেই পাকিস্তানের বিরুদ্ধেই রবিবার মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল!' এ নিয়ে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, 'এই খেলা জাতীয় অনুভূতির অপমান।'
যদিও খেলা আর কূটনীতিকে একসঙ্গে দেখতে নারাজ বিজেপি। প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেছেন, 'প্রথমে এটা বলব, উনি বলতে কী চান? খেলা আর কূটনীতিকে গোলাচ্ছেন কেন? খুব কষ্ট না জল বন্ধ হয়ে গেছে বলে? এদের দেখে মনে হয় পাকিস্তানের জন্য় দরদ উথলে উঠছে। আর নীচে কেন লিখেছেন সেরার জয় হোক। কেন লিখলেন না ভারত জয়ী হোক। আমি তো সবসময়ই চাইব ভারত সব খেলায় জিতুক।' ক্রিকেটের মাঠে, ভারত-পাকিস্তান মানেই হাইভোল্টেজ ম্যাচ! টানটান উত্তেজনা! অতিরিক্ত অ্যাড্রিনালিনের ক্ষরণ! তবে এবার ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাকে টেক্কা দিচ্ছে রাজনীতির ময়দানের চাপানউতোর!