দুবাই: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কিন্তু এখনও সোশ্য়াল মিডিয়া থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ম্য়াচে ভারতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ট্রেন্ডিং হচ্ছে ভারত-পাক ম্য়াচ বয়কটের। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে খেললে দেশের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে এবার বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন কেন ভারতের সামনে এই ম্য়াচ বয়কট করার কোনও বিকল্প নেই। তাই ম্য়াচে খেলতেই হবে টিম ইন্ডিয়াকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ''এশিয়া কাপে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ এটি মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট। অলিম্পিক্স, ফিফার টুর্নামেন্ট, এএফসি টুর্নামেন্ট অথবা কোনও আন্তর্জাতিক অ্য়াথলেটিক্স ইভেন্টের মতই। তাই এই ধরণের টুর্নামেন্ট আমরা বয়কট করতে পারি না। এই ধরণের টুর্নামেন্ট বয়কট করলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে দেশের ক্রীড়াক্ষেত্রে। আমাদের পক্ষে তাই এই টুর্নামেন্টকে উপেক্ষা করা সম্ভব হয়নি।''
এরপরই সাইকিয়ার সংযোজন, ''যদি এটি দ্বিপাক্ষিক সিরিজ হত, তাহলে আমরা আগেই পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমরা কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলব না পাকিস্তানের সঙ্গে। ২০১২-১৩ মরশুম থেকেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ভারতের মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। এই ধরণের আন্তর্জাতিক টুর্নামেন্টে সরাসরি কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না। তাই এই ধরণের টুর্নামেন্টে আমরা বয়কট করতে পারি না। এছাড়া প্লেয়ারদের কেরিয়ার নিয়েও আমরা রিস্ক নিতে পারি না। আর এই ধরণের টুর্নামেন্টে আমরা বয়কট করলে সব আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ভারতীয় ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই পারে।''
এই বিষয়ে অন্য়ান্য খেলার উদাহরণ টেনে বিসিসিআই সচিব জানিয়েছেন, "যদি এএফসি ফুটবল টুর্নামেন্টে ভারত অংশ না নেয়। ফিফার যোগ্যতা অর্জনকারী ম্যাচে অংশ না নেয়। ডেভিস কাপে, থমাস কাপে যদি না খেলে। তাহলে পরবর্তীতে আমরা যখন অলিম্পিক্স বা কমনওয়েলথ গেমসে ২০৩০ সালে আয়োজন করতে চাই, তখন এই ইস্যুগুলো উঠে আসবে।''
উল্লেখ্য, আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ মহারণে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বছরই শেষবার এই দুটো দল আমনে সামনে হয়েছিল। সেবারও শেষ হাসি হেসেছিল ভারতই।