বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' বলা হয় তাঁকে। তিনি রাহুল দ্রাবিড়। সৌরভের টিম ইন্ডিয়ার যে পঞ্চপাণ্ডব ছিলেন, তাঁদের অন্য়তম তিনি। ক্রিকেটার হিসেবে একাধিক সাফল্য পেয়েছেন। কোচ হিসেবেও যুব বিশ্বকাপ জিতেছেন। সিনিয়র দলের কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। তবে দীর্ঘ সময়ের কেরিয়ারেও ২ জন এমন বোলার আছেন, যাঁদের সামনে ২২ গজে পড়লেই সমস্যার সম্মুখিন হতে হত দ্রাবিড়কে। 

পাকিস্তানের পেস বোলিং আক্রমণের সামনে মাঝে মাঝেই সেই সময় সন্ত্রস্ত থাকতে হত ভারতীয় ব্যাটিং লাইন আপকে। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস থেকে শুরু করে পরবর্তীতে শোয়েব আখতারের বিরুদ্ধেও খেলেছিলেন রাহুল। কিন্তু এঁরা কেউই না কি দ্রাবিড়কে সেভাবে সমস্যায় ফেলতে পারেননি। ১৯৯৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন রাহুল দ্রাবিড়। নিজের কেরিয়ারে ১৬৪টি টেস্ট ও ৩৪৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন দ্য ওয়াল। একটি টি-টোয়েন্টি ম্য়াচও খেলেছেন তিনি। 

দ্রাবিড় সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই প্রাক্তন তারকা স্পিনারের প্রশ্নের উত্তরে দ্রাবিড় জানান, ''আমি আমার কেরিয়ারের শুরুর দিকে ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসকে পেয়েছি। ওঁরা তখন কেরিয়ারের শেষের দিকে। তার জন্যই আমি বলব গ্লেন ম্য়াকগ্রার কথা। ওঁর বল খেলতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে আমাকে। আক্রমকে তাঁর শুরুর দিকে যাঁরা খেলেছে, তাঁরা জানে ও কতটা বিশ্বমানের পেসার। এমনকী কেরিয়ারে নিজের শেষদিকেও আক্রম যে কোনও ব্যাটারের কাছে ত্রাস ছিল।''

স্পিনারদের কথা উঠতেই দ্রাবিড় বলছেন, ''আমার কাছে মুত্থাইয়া মুরলিথরণ সেরা স্পিনার ছিল। অসাধারণ স্কিল ছিল ওঁর। বিশেষ করে রাউন্ড দ্য উইকেটে যখন বল করত তখন দুসরাগুলো অনেক দূরে ফেলত, তা ভয়ঙ্কর ছিল। মুরলি এমন একজন বোলার যে কখনও ক্লান্ত হত না। অনেক দীর্ঘ স্পেল করতে পারত।'' দ্রাবিড় তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২৪ হাজারের বেশি রান করেছেন।

অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপজীয় কিংবদন্তি পেসার ম্য়াকগ্রা ১৯৯৩ থেকে ২০০৭ পর্যন্ত খেলেছেন। তাঁর কেরিয়ারে ১২৪টি টেস্ট ও ২৫০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন দীর্ঘকায় এই পেসার। টেস্টে ৫৬৩ ও ওয়ান ডে ফর্ম্যাটে ৩৮১ উইকেট রয়েছে ঝুলিতে।

অন্যদিকে মুরলিথরন ৮০০ টেস্ট উইকে নিয়েছেন তাঁর কেরিয়ারে। ওয়ান ডে কেরিয়ারে ৫৩৪টি উইকেট নিয়েছেন। এছাড়া টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৩ উইকেট নিয়েছেন।