দুবাই: গতকাল হংকং বনাম আফগানিস্তানের ম্য়াচ দিয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) মহারণ শুরু হয়ে গিয়েছে। মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি (IND vs UAE)।
এক নজরে এই ম্য়াচের সম্প্রচার সংক্রান্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
কোথায় হবে আমিরশাহি বনাম ভারতের দ্বৈরথ?
আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও আমিরশাহি ২২ গজে একে অপরের সম্মুখসমরে।
কখন শুরু হবে আমিরশাহি বনাম ভারতের লড়াই?
১০ সেপ্টেম্বর, বুধবার খেলা শুরু হবে রাত ৮ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে সাতটায়।
কোথায় দেখবেন আমিরশাহি বনাম ভারতের ম্যাচ?
এশিয়া কাপে আমিরশাহি বনাম ভারতের ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে আমিরশাহি বনাম ভারতের ম্যাচটি।
পিচের চরিত্র
এই বছরের শুরুর দিকেই ভারতীয় দল দুবাইয়ে একাধিক ম্য়াচ খেলেছে। সেক্ষেত্রে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরনো, ব্যবহৃত পিচগুলিতে চার স্পিনার খেলিয়েছিল। তবে বর্তমানে আমিরশাহিতে নতুন মরশুম শুরু হচ্ছে। তাই এবারের দুবাইয়ের পিচে অনেক ফ্রেশ এবং পিচে বাড়তি প্রাণ দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। তাই অতি স্পিন নির্ভরতার বদলে টিম ইন্ডিয়াকে যশপ্রীত বুমরার সঙ্গী হিসাবে আরও একজন ফাস্ট বোলার অর্থাৎ দুই বিশেষজ্ঞ ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে দেখা যেতে পারে।
ম্যাচের শুরুতে ফাস্ট বোলাররা খানিকটা মদত পেতে পারেন এবং স্পিনাররাও এই পিচে কিন্তু বল স্পিন করার সুযোগ পাবেন। তবে মাঠে কতটা শিশির পড়ছে, তার ওপর কিন্তু এই বিষয়টা নির্ভর করবে। প্রথমে ব্যাট করে ১৮০ থেকে ১৯০ রান করলে ম্য়াচে লড়াই দেখা যেতে পারে। তবে টস জিতলে অধিনায়কদের বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাই প্রবল।
হেড-টু-হেড
ভারতীয় দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র একবারই আমিরশাহির বিরুদ্ধে মাঠে নেমেছে। সালটা ছিল ২০১৬। সেইবারও দুই দল এশিয়া কাপের মঞ্চেই একে অপরের মুখোমুখি হয়েছিল। সেইবার প্রথমে ব্যাট করে আমিরশাহির ৮১ রানের জবাবে মাত্র ১০.১ ওভারেই ম্যাচ শেষ করে দিয়েছিল ভারত।