দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2025) গতবারের চ্যাম্পিয়ন ভারত। এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে। দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত।
১০ সেপ্টেম্বর, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারতীয় দল। তবে ক্রিকেটবিশ্বের সকলে অপেক্ষা করে রয়েছেন ১৪ সেপ্টেম্বরের জন্য। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মহারণ। ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে।
সোমবার দুবাইয়ে ভারতীয় দলের প্র্যাক্টিসের ফাঁকে বোলিং কোচ মর্নি মর্কেল জানালেন টিম ইন্ডিয়ার প্রস্তুতি ও মানসিকতার কথা। জানালেন, টি-২০ ফর্ম্যাটের এই এশিয়া কাপে অলরাউন্ডারদের দিকে বিশেষ নজর থাকবে ভারতীয় দলের।
ভারতের প্র্যাক্টিসের ফাঁকে সাংবাদিকদের মর্কেল বলেছেন, 'এখানে ভীষণ গরম। তবে উপভোগ করছি সকলেই। আমাদের সাদা বলের দলটি দারুণ উত্তেজক। প্রস্তুতি দারুণ হয়েছে। এবার শেষ মহড়া সেরে নেওয়ার পালা। এই ছেলেরা ভারতীয় দলের জার্সি গায়ে চাপালেই দলের হয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য ঝাঁপাবে।'
ইংল্যান্ড সফরে অনেকেই খেলার সুযোগ পাননি। মর্কেল জানিয়েছেন, প্র্যাক্টিসে বাড়তি পরিশ্রম করে তাঁরা নিজেদের তৈরি করে ফেলেছেন। মর্কেলের কথায়, 'প্র্যাক্টিসে আমরা নির্দিষ্ট পরিশ্রমের পরিকল্পনা সেরে রাখি। একবার মাঠে নেমে পড়লে ছেলেরা জানে কীভাবে যুদ্ধে লড়তে হয়।'
পাকিস্তান ক্রিকেট দল সাফল্যের নিরিখে সম্প্রতি ভারতের ধারেকাছে নেই। তবে পাকিস্তানকে সমীহ করছেন ভারতের বোলিং কোচ। মর্কেল বলেছেন, 'ওরা সম্প্রতি ভাল ক্রিকেট খেলছে এবং ক্রিকেট নিয়ে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি। তবে পাকিস্তানকে হাল্কাভাবে নিচ্ছি না। আমার চাই সেগুলো নিয়েই ভাবতে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে। যেমন আমাদের প্রস্তুতি, পরিকল্পনা, তার প্রয়োগ। অবশ্যই আমরা ওদের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করব। তবে দিনের শেষে গুরুত্বপূর্ণ আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইছি সেটা খেলতে পারছি কি না।'
অলরাউন্ডাররাই যে ভারতের শক্তি, জানিয়েছেন মর্কেল। বলেছেন, 'আমাদের জন্য শিবম দুবের চার ওভার বোলিং গুরুত্বপূর্ণ। আমি সব সময়ই চাই অলরাউন্ডাররা দুই দক্ষতাই ঝালিয়ে নিক। অনেকেই আছে প্রস্তুতির সময় দুষ্টুমি করে একটা দিকে মন দেয়। আমি চাই অলরাউন্ডাররা দুদিকেই গুরুত্ব দিক।'