মুম্বই: সামনেই এশিয়া কাপ (Asia Cup 2025) । টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী ৯ই সেপ্টেম্বর থেকে । ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ১০ই সেপ্টেম্বর । যেখানে তাদের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহির । এই ম্যাচে যদি ভারতীয় ফাস্টবোলার অর্শদীপ সিংহ (Arshdeep Singh) মাঠে নামেন, তাহলে তাঁর কাছে ইতিহাস গড়ার সুযোগ থাকবে । অর্শদীপ আর একটি উইকেট পেলেই সেই কীর্তি করে ফেলবেন, যা আজ পর্যন্ত কোনও ভারতীয় বোলার করতে পারেননি ।

অর্শদীপ সিংহ ইতিহাস গড়তে পারেন

অর্শদীপ টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার । অর্শদীপ মাত্র ৬৩টি ম্যাচে ১৮.৩০ গড়ে ৯৯টি উইকেট নিয়েছেন । অর্শদীপ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে একটি উইকেট নিলেই ইতিহাস গড়বেন । অর্শদীপ ক্রিকেট ইতিহাসে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়ে যাবেন ।

ভারতীয় দলের পূর্ণাঙ্গ সূচি

ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ১০ই সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে । এরপর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলা হবে । দুই দলের মধ্যে ম্যাচটি ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে । ১৯শে সেপ্টেম্বর টিম ইন্ডিয়া তাদের শেষ গ্রুপ স্টেজ ম্যাচ খেলবে । সেই ম্য়াচে ভারতের প্রতিপক্ষ হবে ওমান

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিংহ ।

এই বছর ৮টি দল এশিয়া কাপের অংশ হবে

এই বছর এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটে খেলা হবে । এই বছর মোট ৮টি দল টুর্নামেন্টে অংশ নেবে । যার মধ্যে - ভারত, পাকিস্তান, হংকং, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, আফগানিস্তান, বাংলাদেশ এবং নেপালের নাম রয়েছে ।

প্রথমে গ্রুপ স্টেজ, তারপর সুপার-৪

টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে । প্রথমে গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে । দুটি গ্রুপের প্রথম দুই স্থানে থাকা দল সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে । এরপর সুপার ফোর-এর প্রথম দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ খেলা হবে । ফাইনাল ম্যাচটি ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ।