দুবাই: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2025) 'সুপার ফোর'-র ম্যাচে বলে হাতে পাকিস্তানের (IND vs PAK) কেউই তেমন নজর কাড়তে পারেননি। তবে মাঠে নিজেদের ক্রিকেটের বদলে বাকি সব বিষয়ে চর্চা কুড়িয়ে নিয়েছেন পাক বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফকে (Haris Rauf) বিশেষ করে বারংবার ভারতীয় ব্যাটারদের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা যায়। সেই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)।
রবিবার ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ভারতীয় সমর্থকদের উদ্দেশে রউফকে বিভিন্ন সময় বিভিন্নরকম ইঙ্গিত করতে দেখা যায়। তার মধ্য়ে ছিল আমদাবাদে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের ইঙ্গিত। ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তাঁরা। সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায়, ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দিকে তাকিয়ে ম্যাচের আগে অনুশীলন তো বটেই, ম্যাচের সময়ও আঙুল দিয়ে ৬-০ ইঙ্গিত করেন রউফ।
এইসব অঙ্গিভঙ্গি নিয়ে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় হ্যারিস রউফকে। এবার এই নিয়ে বাংলাদেশ ম্যাচের আগে মুখ খুললেন টেন দুশখাতে। তিনি জানান, 'আমি প্রথমেই বলতে চাই বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের ওপর যে পরিমাণ চাপ তৈরি হয়েছে, তাতে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা খুবই কঠিন। হ্যারিস যেসব কাণ্ডকারাখানা করেছিল, সেগুলির কিছু কিছু আমরা দেখেছি। তবে সেইসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি এই পরিস্থিতিতে আমাদের ছেলেরা যেভাবে নিজেদের সামলেছে, তা প্রশংসনীয়।'
তিনি আরও যোগ করে বলেন যে ভারতীয় ক্রিকেটাররা মুখে নয়, খেলার মাধ্যমে জবাব দিয়েছেন। 'ওরা মাঠে আগুনের জবাব ব্যাট দিয়ে দিয়েছে। আমি জানি অপর দলের আমাদের জিনিসিপত্র নিয়ে কিছু সমস্যা রয়েছে, তবে এই টুর্নামেন্টে আমাদের ক্রিকেটারদের হাবভাবে আমরা উচ্ছ্বসিত।' বলেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৩৯ বলে ৭৪ রান করে দলকে ম্য়াচ জেতান অভিষেক শর্মা। তিনি সব জবাব ব্যাট হাতেই দেন। ম্যাচ শেষে কিন্তু অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, 'আজ খুব সহজ ম্যাচ ছিল। ওরা যেভাবে কোনও কারণ ছাড়া আমাদের দিকে তেড়ে আসছিল, আমার মোটেও ভাল লাগেনি। সেই সময়ই ঠিক করি ওদের প্রত্যাঘাত করব। আমি দলের হয়ে অবদান রাখতে চেয়েছিলাম।'
ভারত-পাক সুপার ফোরের ম্যাচ শেষ হলেও, আলোচনা যে এত সহজে থামবে না, তা কিন্তু নিঃসন্দেহে বলে দেওয়াই যায়।