নয়াদিল্লি: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। তারপরেই প্রায় মাসখানেকের অপেক্ষার অবসান ঘটিয়ে পুনরায় মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে (Asia Cup 2025) সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এবারের এশিয়া কাপ খেলা হবে। সেই টুর্নামেন্টে তাই সূর্যকুমার যাদবকে (SuryaKumar Yadav) ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতি নেমে পড়লেন তিনি।
ভারতীয় দলের অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে দুরন্ত ছন্দে দেখা যায়। সেই ভিডিওর ক্যাপশনে সূর্য লেখেন, 'শেষবেলার প্রস্তুতি'। সেই ভিডিওতে একেবারে চেনা ভঙ্গিমায় দারুণ ছন্দে দেখা যায় সূর্যকে। কব্জির মোচড়ে ফ্লিক, এগিয়ে এসে কভার ড্রাইভ, স্কোয়ার কাট, কোন শট না খেললেন না ভারতের '৩৬০ ডিগ্রি' ক্রিকেটার।
প্রসঙ্গত, ভারতীয় দল ১০ সেপ্টেম্বর আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের পরেই, ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে এমন ঘটনা ঘটতে চলেছে, যা এর আগে সাম্প্রতিক সময়ে অন্তত দেখা যায়নি। ভারতীয় দলকে হয়তো জার্সি স্পনসর ছাড়াই মাঠে নামতে হতে পারে।
লোকসভায় সদ্যই প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পাশ হয়েছে। এই বিল পাশ হওয়ার ফলে একাধিক গ্যাম্বলিং অ্যাপ বন্ধ হয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় দলের জার্সির প্রাথমিক স্পনসর হিসাবেও ড্রিম ১১-র চুক্তি ভঙ্গ করা হয়েছে। এর ফলে আপাতত টিম ইন্ডিয়ার কোনও জার্সি স্পনসরই নেই। অবশ্য আজই এই বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তবে এশিয়া কাপের সবটা সামলে জার্সিতে স্পনসর লাগিয়ে আদৌ সম্ভব কি না, সেই নিয়ে সংশয় রয়েছে।
ভারতীয় দল আগামী ৪ তারিখ আমিরশাহির উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে। সাধারণত যে কোনও সফরেই ভারতীয় দল একসঙ্গেই গিয়ে থাকেন। সফর করে থাকে। কিন্তু এক্ষেত্রে এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলের সদস্যরা প্রত্যেকেই তাঁদের মত করে আমিরশাহি পৌঁছে যাবেন টুর্নামেন্ট শুরুর আগেই।
আপাতত যা সূত্রের খবর, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদবরা দলীপ ট্রফি খেলতে ব্যস্ত এখন। তাঁরাও ৪ সেপ্টেম্বর পাড়ি দেবেন আমিরশাহিতে। যদিও প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে যাচ্ছেন না। বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন, 'প্রত্যেক খেলোয়াড় দুবাইয়ে পৌঁছে যাবে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে। প্রথম নেট সেশন হবে আগামী ৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাকাডেমিতে।'