পারথ: আজই প্রথম টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া বিরুদ্ধে (AUS vs PAK 1st Test) মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। ২২ গজে প্রথম বল গড়ানোর আগেই ম্যাচ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। 'অল লাইভস আর ইক্যুয়াল' এবং 'স্বাধীনতা মানুষের অধিকার।'। উসমান খাওয়াজার (Usman Khawaja) জুতোয় লেখা এই শব্দগুলি নিয়েই যত হইচই। যদিও খাওয়াজা জানিয়েছিলেন যে তাঁর এই বার্তা একেবারেই রাজনৈতিক নয়। তাও আইসিসির তরফে তাঁকে এই জুতো জোড়া পরে খেলতে নামার জন্য নিষেধ করা হয়।
মনে করা হচ্ছে গাজা-ইজরায়েল যুদ্ধে (Gaza-Palestine War) ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরই বার্তা ছিল এটি। মাঠে কোনও রাজনৈতিক বার্তা দিতে পারবেন না খাওয়াজা, আইসিসির তরফে এমনটাই জানানো হয়েছে। খাওয়াজা জানিয়ে দিয়েছিলেন, তিনি নিয়ম মেনেই চলবেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইও করবেন। এরপরেই খাওয়াজাকে জুতোতে এই বার্তা লিখে মাঠে নামতে দেওয়া না হলেও, তিনি তাঁর পরিবর্তে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন।
খাওয়াজার কালো আর্মব্যান্ড পরে মাঠে নামাটিকে সমর্থন এবং কুর্নিশ জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কোচ ওয়াকার ইউনিস। তিনি সোশ্যাল মিডিয়ায় এর সমর্থনে পোস্টও করেন। তিনি লেখেন, 'উসমান খাওয়াজার প্রতি অনেক সম্মান। ক্ষতিগ্রস্থ পাশে দাঁড়াতে ও কালো আর্মব্যান্ড পড়েছে, কারণ আইসিসির তরফে ওর উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।'
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে বোর্ডে পাঁচ উইকেটের বিনিময়ে বোর্ডে ৩৪৬ রান তোলে। উসমান খাওয়াজা ৪১ রানের ইনিংস খেলেন। তবে দুর্দান্ত শতরান হাঁকান খাওয়াজার ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নার। ১৬৪ রানের ইনিংস খেলে দিনের শেষ লগ্নে আউট হন তিনি। এছাড়া ট্র্যাভিস হেডও ৪০ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে আমির জামাল সর্বাধিক দুই উইকেট নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: নীতীশ নন, নেতৃত্বে শ্রেয়সই, আইপিএল ২০২৪ মরশুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর