মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে (AUS vs PAK 2nd Test) পাকিস্তানি ফাস্ট বোলারদের দাপটে বোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুটা তিন উইকেটের বিনিময়ে ১৮৭ রান থেকে করেন অজ়িরা। তবে পাকিস্তান ফাস্ট বোলারদের দাপটে ১৩১ রান যোগ করে প্রথম সেশনেই বাকি সাত উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩১৮ রানে শেষ হয় অজ়িদের প্রথম ইনিংস। একমাত্র মার্নাস লাবুশেনই (Marnus Labuschagne) অস্ট্রেলিয়ার হয়ে অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেন। তিনি ৬৩ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে আমির জামাল সর্বাধিক তিনটি উইকেট নেন। 


দিনের শুরুটা ব্যাট হাতে করেন ট্র্যাভিস হেড ও লাবুশেন। এই দুই তারকই অজ়িদের দু'শো রানের গণ্ডি পার করান। তবে বেশিদূর এগোতে পারেননি হেড। মাত্র ১৭ রানে দুরন্ত ফর্মে থাকা অজ়ি তারকাকে ফেরান পাক ফাস্ট বোলার। এরপর মিচেল মার্শ ও লাবুশেন অজ়ি ইনিংস এগিয়ে নিয়ে যান। লাবুশেন অর্ধশতরানের গণ্ডিও পার করেন। দেখেশুনে বড় রানের দিকে এগিয়ে লাবুশেনকে ৬৩ রানে ফিরিয়ে পাকিস্তানকে স্বস্তি দেন জামাল।


এরপরেই নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি চার, মিচেল স্টার্ক নয়, প্যাট কামিন্স ১৩ রানে সাজঘরে ফেরেন। মিচেল মার্শের আগ্রাসী ইনিংসও ৪১ রানে শেষ হয়। অবশেষে তিনশো রানের গণ্ডি পার করেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জামালের তিন উইকেটের পাশাপাশি শাহিন আফ্রিদি, হাসান আলি ও মির হামজা দুইটি করে সাফল্য পান। অজ়িরা অল আউট হতেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়।


এর আগে ম্যাচের প্রথম দিন দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাওয়াজা অজ়িদের হয়ে এক মজবুত ভিত গড়ে দেন। ৯০ রান যোগ করেন অজ়ি ওপেনাররা। তবে দুইজনেই ব্যক্তিগত অর্ধশতরানের আগেই সাজঘরে ফেরেন। ওয়ার্নার ৩৮ ও খাওয়াজা ৪২ রানের ইনিংস খেলেন। তবে স্টিভ স্মিথ মাত্র ২৬ রান করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: টেস্টে অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের জুতোয় পা গলাবে কে? নিজের জানিয়ে দিলেন বাঁহাতি ওপেনার