মেলবোর্ন: এমনিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) তালিকায় এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (AUS vs SA 2nd Test) মেলবোর্নে দ্বিতীয় টেস্ট ও সিরিজ জিতে ফাইনালের টিকিট পাকা করার দিকে আরও একধাপ এগোলেন প্যাট কামিন্সরা। ১৮২ রানে প্রোটিয়াদের দ্বিতীয় টেস্ট ম্যাচে হারাল অজিরা। টানা দুই টেস্ট ম্যাচ হারের ফলে দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর পথ কঠিন হল।
ব্যাটাররা ব্যর্থ
১৫ রানে এক উইকেট থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। গোটা সিরিজেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই ব্যর্থতা অব্যাহত রইল। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ২০৪ রানেই প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গেল। ন্যাথন লায়ন বল হাতে তিন উইকেট নেন, দুই উইকেট নেন স্কট বোল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে বল করা সকল অজি খেলোয়াড়রাই উইকেট পান। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথ, সকলেই একটি করে উইকেট নেন। রান আউটে বাকি দুই উইকেট হারায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে তেম্বা বাভুমাই কার্যত একা লড়াই করেন। তিনি প্রোটিয়াদের হয়ে সর্বাধিক ৬৫ রান করেন।
ফাইনালে এক পা
প্রোটিয়াদের বিরুদ্ধে এই দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ১২ পয়েন্ট পেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচে তাঁদের মোট সংগ্রহ ১৩২ পয়েন্ট, ৭৮.৫৭ শতাংশ ম্যাচ জিতেছে অজিরা। চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অস্ট্রেলিয়া আরও পাঁচটি টেস্ট (একটি দক্ষিণ আফ্রিকা, চারটি ভারতের বিরুদ্ধে) ম্যাচ খেলবে। তারপরেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা পৌঁছবেন কি না, তা পাকাপাকিভাবে নির্ধারিত হবে। প্রথম ইনিংসে ২০০ রানের দুর্দান্ত ইনিংসের জন্য নিজের শততম টেস্টে ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ফেরার বিমানেই বিপত্তি, খোয়া গেল সিরাজের ব্যাগ