মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ২০২২ সাল শেষ করেছে ভারতীয় দল (Team India)। সেই সিরিজে ভারতের জয়ে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) অবদান বিরাট গুরুত্বপূর্ণ ছিল। তবে সিরিজ জিতে দেশে ফেরার পথেই ঘটল বিপত্তি। খোয়া গেল সিরাজের ব্যাগ। সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দিলেন ভারতীয় তারকা ফাস্ট বোলার।
খোয়া গেল ব্যাগ
সোশ্যাল মিডিয়ায় সিরাজ জানান ঢাকা থেকে ফেরার পথে তাঁর তিনটি ব্যাগের মধ্যে একটি খোয়া যায়। তিনি লেখেন, 'আমি ২৬ তারিখ ঢাকা থেকে দিল্লি হয়ে মু্ম্বইগামী বিমানে চেপেছিলাম। আমি তিনটি ব্যাগ নিয়ে চেক ইন করি যার মধ্যে একটি খোয়া গিয়েছে। আমায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে দ্রুতই আমার ব্যাগটি খুঁজে দেওয়া হবে, তবে এখনও অবধি আমায় কিছুই জানানো হয়নি।'
তিনি ওই বিষয়ে আরও একটি পোস্ট করে লেখেন, 'ওই ব্যাগে আমার সব জরুরি জিনিসপত্র ছিল। আমি অনুরোধ করছি যে আমার ব্যাগটা দ্রুত খুঁজে যেন হায়দরাবাদে ফেরত পাঠানো হয়।' তিনি ২৭ ডিসেম্বর উক্ত বিমানসংস্থাকে ট্যাগ করেই পোস্ট দুইটি করেন। এরপরেই উক্ত বিমানসংস্থার তরফে সিরাজকে সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ব্যাগ খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। শেষমেশ ২৮ তারিখ ওই পোস্টেই সিরাজ জানান তাঁর ব্যাগটি খুঁজে পাওয়া গিয়েছে এবং তার জন্য বিমানসংস্থাটিকে তিনি ধন্যবাদও জানান। যদিও ব্যাগটি খুঁজে পাওয়া গেলেও, তা এখনও সিরাজের কাছে পৌঁছয়নি।
উদীয়মান অর্শদীপ
অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবার আইসিসির চলতি বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে অর্শদীপ সিংহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চলতি বছরের সেরা উদীয়মান ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন ভারতের এই তরুণ পেসারের নাম। তালিকায় আরও তিনজন রয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো ইয়েনসেন, নিউজিল্য়ান্ডের ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভাল পারফরম্যান্স। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স অর্শদীপকে জাতীয় দলে সুযোগ করে দিয়েছিল। সাদা বলের ফর্ম্যাটে এই মুহূর্তে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য এই পাঞ্জাবের তরুণ। বিশেষ করে টি-টোয়েন্টিতে। এখনও পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৩ উইকেট ঝুলিতে পুরেছেন অর্শদীপ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও নজরকাড়া পারফর্ম করেছেন অর্শদীপ। এখন দেখার এবছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে অর্শদীপকে বেছে নেওয়া হয় কিনা।
আরও পড়ুন: অপসারিত চেতন শর্মা ফের নির্বাচক পদ পাবেন? বোর্ড মহলে জোর জল্পনা