নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার শন মার্শ (Shaun Marsh) সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করলেন। ১৭ জানুয়ারি, মেলবোর্ন রেনগেডসের হয়ে সিডনি থান্ডার্সের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামবেন তারকা বাঁ-হাতি ব্যাটার।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটার নিজের আন্তর্জাতিক কেরিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৩৮টি টেস্ট এবং ৭৩টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন। পাঁচ হাজারেরও অধিক রান করেছেন তিনি। আইপিএলেও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। আইপিএলের প্রথম মরশুমে তিনি সর্বাধিক রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ জেতেন। ১১ ইনিংসে ৬১৬ রান করেছেন তিনি। ৬৮.৪৪ গড় ও ১৩৯.৬৮ স্ট্রাইক রেটে রান করেছিলেন। আইপিএলে মোট ৬৯টি ইনিংসে ৩৯.৯৫ গড়ে ২৪৭৭ রান করেছেন। তবে এবার তাঁর বর্ণময় কেরিয়ারে ইতি টানতে চলেছেন ৪০ বছর বয়সি তারকা ব্যাটার।
কোটি টাকার গাড়ি চেপে বিমানবন্দরে
প্রথম টি-টােয়েন্টি ম্যাচে খেলেননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হোলকার স্টেডিয়ামে নামতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে পারেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন। আসলে যেদিন ম্যাচ ছিল ভারতের, সেদিনই বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ছিল। বোর্ডের তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো না হলেও জানা গিয়েছে মেয়ের জন্মদিনে পাশে থাকবেন বলেই বিরাট ছুটি চেয়ে নিয়েছিলেন বলে সকলের ধারণা। তবে দ্বিতীয় ম্যাচেই রবিবার মাঠে নামতে পারেন কোহলি।
শনিবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল 'কিং কোহলি'কে। প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার মূল্যের বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৪৫০ গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখান থেকেই ইনদওরে উড়ে গেলেন তিনি। বিমানবন্দরে উপস্থিত চিত্র সাংবাদিকদের নজর কেড়ে নেয় কোহলির সঙ্গে তাঁর বাহনও। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল কোহলিকে। রবিবার ম্যাচে যদি মাঠে নামেন তিনি, তাহলে প্রায় ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে খেলতে দেখা যাবে তাঁকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'আমি ওঁর গুণগ্রাহী', অস্ট্রেলিয়ার ওপেনের আগে জকোভিচের মুখে বিরাট স্তুতি