ব্রিসবেন: পুরুষ ক্রিকেট দল হার মেনেছে গোলাপি বলের টেস্টের লড়াইয়ে। অ্যাডিলেডে রোহিতদের হারের পরই খবর এল ব্রিসবেনে ওয়ান ডে ম্য়াচে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধেও হেরে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। তাও আবার বড় ব্যবধানে। অস্ট্রেলিয়া প্রথমে ব্য়াট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৭১ রান বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন তাহিলা ম্য়াকগ্রা। ওপেনিংয়ে জর্জিয়া ভল্ট ও রিচফিল্ড দুজনেই বড় পার্টনারশিপ গড়ে তোলেন। ভল ৮৭ বলে ১০১ রানের ইনিংস খেলেন। ১২টি বাউন্ডারি হাঁকালেন তিনি। তবে তিন নম্বরে নেমে এলিস পেরি আরও ভয়ঙ্কর ছিলেন। তিনি ৭৫ বলে ১০৫ রানের ইনিংস খেলেন। সাতটি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। অভিজ্ঞ বেথ মুনিও অর্ধশতরানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে ৩৭১ রান বোর্ডে তোলে। ভারতীয় বোলারদের মধ্যে সিমা ঠাকোর ৩ উইকেট নেন। মিনু মান্নি ২ উইকেট নেন। 


রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানা মাত্র ৯ রান করে ফিরে যান। ওপেনিংয়ে তাঁর সঙ্গে নেমেছিলেন শিলিগুড়ির মেয়ে রিচা। তিনি যদিও অর্ধশতরানের ইনিংস খেলেন। তবে এদিন আরও বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল বাঙালি উইকেট কিপার ব্য়াটারের। মিডল অর্ডারে হরনপ্রীত কৌর ৩৮ ও জেমিমা রডরিগেজ ৪৩ রানের ইনিংস খেলেন। অলরাউন্ডার মিনু ৪৬ রান করে অপরাজিত থাকেন। তবে কোনও ব্যাটারই অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের কোনও বোলারকে চাপে ফেলতে পারেননি। ১২২ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। দুরন্ত শতরানের ইনিংসের জন্য ম্য়াচের সেরা হন এলিস পেরি।


অ্য়াডিলেডে জয় প্যাট কামিন্সদের


মাত্র ১৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে রান তাড়া করতে নেমেছিল অজি ব্রিগেড। ম্য়াকস্যুইনি ও খাওয়াজার ওপেনিং জুটিই হেসেখেলে জয় এনে দিল দলকে। সিরিজেও ১-১ সমতা ফেরাল অজি শিবির। আর এই হারের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও প্রায় অসম্ভব হয়ে গেল ভারতের জন্য। মাত্র তিনদিনেই খেলা শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে ১৮০ রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া ৩৩৭ রান বোর্ডে তুলেছিল। দ্বিতীয় ইনিংসে ভারতের ইনিংস শেষ হয় ১৭৫ রানে। ১৯ রান দাঁড়ায় লক্ষ্য়মাত্রা। যা সহজেই তুলে নেয় অজি ওপেনিং জুটি।