ঢাকা: ক্রমাগত ব্যর্থতা। যার দরুন বাংলাদেশ ক্রিকেট দলের হেডকোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে চান্দ্রিকা হাতুরুসিংহকে। তাঁর পরিবর্তে হেডকোচের চেয়ারে বলেছেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ফিল সিমন্স। আর দায়িত্ব নিয়েই নিজের পরবর্তী লক্ষ্য় স্থির করে ফেলেছেন সিমন্স। আগামী ২১ অক্টোর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। তার আগে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ''ছেলেদের সঙ্গে কথা বলেছি। আমি আগামী কয়েকদিন শুধু চেষ্টা করব সবাই যে বাইরের ঘটনা থেকে মাথা ও মন দুটোই সরিয়ে যেন ক্রিকেটে শুধু মনোনিবেশ করতে পারে। ক্রিকেটের বাইরে অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। নিজেদের ফোকাস ধরে রাখতে হবে সবাইকে।''


সিমন্স মনে করেন বাংলাদেশ যদি আগামী টেস্ট ম্য়াচ জিততে পারে, তবে তাঁরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে পারে। তিনি বলছেন, ''আমাদের ম্য়াচের জন্য প্রস্তুতিতে কোনও ফাঁক রাখলে হবে না। আমি মনে করি আগামী কয়েকটি টেস্টে আমাদের জিততেই হবে। তবেই হয়ত আমরা টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ওঠার অন্য়তম দাবিদার হয়ে উঠতে পারব।''


হাতুরুসিংহের কোচিংয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। রাওয়ালপিণ্ডিতে আয়োজিত ২ ম্য়াচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাক শিবিরকে টাইগাররা। এরপর যদিও ভারতের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই ভারতের মাটিতেই হোয়াইটওয়াশ হতে হয়েছে হাতুরুসিংহের দলকে। 


এদিকে, শাকিব আল হাসানের সমর্থনে রাস্তায় নামলেন তাঁর ভক্তরা। শুক্রবার ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশের জার্সি পরে শাকিবের সমর্থনে রাস্তায় নেমেছিলেন প্রচুর মানুষ। তাঁদের মধ্যেই এক শাকিব সমর্থককে বলেন, ''শাকিবকে দলের বাইরে রেখে কোনও মতই স্কোয়াড গঠন করা যাবে না। শাকিব বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে শাকিব কোনও অন্যায় কাজ করেছে বা কোনও ভুল করেছে। যখন আন্দোলন চলছিল ওঁ তখন দেশের বাইরে ছিল।''


কানপুর টেস্টে খেলতে নেমেছিলেন শাকিব। সেখানেই তিনি জানিয়েছিলেন যে দেশের মাটিতেই টেস্ট কেরিয়ারকে বিদায় জানাতে চান তিনি। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে বিসিবি শাকিবের বদলে ঘোষণা করে দিয়েছে। যা কোনও মতেই মেনে নিতে চাইছেন না সমর্থকরা। তাঁর এক সমর্থক সোচ্চার হয়ে বলেন, ''কানপুরে কেন শাকিবকে তাঁর শেষ টেস্ট খেলতে হবে। ওঁ ইচ্ছে প্রকাশ করেছে দেশের মাটিতে শেষ ম্য়াচ খেলবে। তাহলে তো ওঁকে মীরপুরে খেলতে দেওয়ার সুযোগ করে দেওয় উচিৎ। এই বিষয়ে বিসিবিকে দায়িত্ব নিতেই হবে।''