ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premiere League) ফের বিতর্ক। বিদেশি ক্রিকেটারদের টাকা আটকে রাখার অভিযোগে ফের শোরগোল। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে, টিমহোটেলে আটকে পড়েছেন অনেক বিদেশি ক্রিকেটার। 


শোনা যাচ্ছে, বিদেশি ক্রিকেটারদের ফোন ধরছেন না ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। এবং বাধ্য হয়ে বিদেশি ক্রিকেটারেরা নিজেদের টিকিট নিজেরাই কাটার চেষ্টা করছেন। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচের পর দরবার রাজশাহী টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তারপরই নাকি পাকিস্তানের মহম্মদ হ্যারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক ডেয়াল ও মিগুয়েল কামিন্স এবং জিম্বাবোয়ের রায়ান বর্লের টাকা মেটানো হয়নি।


তবে বিপিএলে এতদিন বেতন না পাওয়ার অভিযোগ করছিলেন দুর্বার রাজশাহীর (BPL) বিদেশি ক্রিকেটারেরা । এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য । বেতন না পাওয়ায় ক্রিকেটারদের কিট ব্যাগ বাসের মধ্যেই আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক বাস চালকের বিরুদ্ধে । 


আরও পড়ুন: ইংল্যান্ড ৯৭ অল আউট! অভিষেকের অলরাউন্ড শোয়ে রোশনাই ভারতীয় ক্রিকেটে


চলতি মরশুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাধিক বিতর্ক প্রকাশ্যে আসছে । দুর্বার রাজশাহী দলের বিরুদ্ধে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের চুক্তির টাকা না দেওয়ার অভিযোগ উঠছে। যে ঘটনার প্রতিবাদে অনুশীলন বয়কট করেছিলেন ক্রিকেটাররা । এবার বেতন না পেয়ে দলের টিমবাসের চালক ক্রিকেটারদের কিট ব্যাগ বাসের মধ্যেই তালাবন্ধ করে রাখেন বলে খবর। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে, ফ্র্যাঞ্চাইজির তরফে দ্রুত সকলের বেতন দিয়ে দেওয়া হবে ।


দুর্বার রাজশাহী দলের মালিক শাফিক রহমান দাবি করেছেন যে, বিদেশি ক্রিকেটারদের ফেরার টিকিট কাটা হয়ে গিয়েছে। এরই মাঝে রবিবার ঘটে কিট ব্যাগ আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনা। রাজশাহীর বাস ড্রাইভার মহম্মদ বাবুল স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন, বেতন পেলেই তাঁরা কিট ব্যাগগুলি ফিরিয়ে দেবেন। একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার রাজশাহীর মালিক শাফিককে হেফাজতে নিয়েছে পুলিশ। শোনা যাচ্ছিল টাকা না দিতে পেরে দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারেন তিনি। তাই নড়েচড়ে বসেছে প্রশাসন। জেরার সময় তিনি জানিয়েছেন যে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যার যা বকেয়া রয়েছে সব মিটিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?