মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) চলছে বর্তমানে। এরপরই আইপিএলের আসর। আর সেই মেগা টুর্নামেন্টের পরই ইংল্যান্ডর বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবে ভারতীয় দল। যা আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ ভারতের জন্য। তাই আইপিএলের মাঝেই যাতে টেস্ট সিরিজের প্রস্তুতি চলতে থাকে ক্রিকেটারদের, তার জন্য নতুন ভাবনা চিন্তা শুরু করেছে বিসিসিআই। সেক্ষেত্রে সাদা বলের ফর্ম্য়াটের লড়াইয়ের মধ্যেও যেন টেস্টের আঙিনায় প্রস্তুতি চলতে থাকে, তার জন্যই এক সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।


আইপিএল ২ মাস ধরে চলবে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, এই সময়ের মধ্য়েও লাল বলের ফর্ম্যাটেও ক্রিকেটারদের কাছে সুযোগ থাকবে নিজেদের অনুশীলন সারার। তবে পুরোটাই হয়ত ঐচ্ছ্বিক হতে চলেছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। যা চলবে আগামী ২৫ মে পর্যন্ত। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২০ জুন হেডিংলে টেস্ট দিয়ে।


তবে ঠিক কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, তা নিয়ে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু বেশ কয়েকটি বৈঠক হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টানা টেস্ট হারের হ্যাটট্রিক। লাল বলের ফর্ম্যাটে গম্ভীরের কোচিং জমানায় বারবার প্রশ্নবানে বিদ্ধ হয়েছে ভারতীয় ক্রিকেট। ইংল্যান্ড সফরে তাই দল পাঠানোর আগে কিছুটা সতর্ক বিসিসিআই। 


প্রথমে ঠিক ছিল, আইপিএল শুরু হবে ২১ মার্চ, শুক্রবার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সিদ্ধান্তে বাদ সাধে সম্প্রচারকারী সংস্থা। তারা চেয়েছিল, আইপিএল শুরু হোক সপ্তাহান্তে। যাতে উদ্বোধনের দিনই ঝড় তোলা যায় দর্শকসংখ্যায়। সেই মতো ঠিক হয়েছে, একদিন পরে, অর্থাৎ ২২ মার্চ, শনিবার শুরু হবে আইপিএল।


আর এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রথম দিনই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মনে করিয়ে দেওয়া যাক, আইপিএলের নিয়ম অনুযায়ী উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয় সেই মাঠে, যে শহরের দল আগেরবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। সেই নিয়মেই এবার উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে ইডেনে। সঙ্গে একটি কোয়ালিফায়ারও হবে ইডেনে। সব মিলিয়ে এবারের আইপিএলে ৯টি ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে।


আর আইপিএলের বোধন হতে পারে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে। অর্থাৎ, টুর্নামেন্টের প্রথম দিনই বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট-প্রাপ্তি। আরসিবির জার্সিতে মাঠে নেমে পড়বেন বিরাট কোহলি। সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের বিরুদ্ধে খেলবেন কোহলি, রজত পাতিদাররা।