মুম্বই: আসন্ন বছরের জন্য ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই (BCCI)। আসন্ন বছরের জন্য এ+, এ, বি ও সি ২৫ জন ভারতীয় (Indian Cricket Team) ক্রিকেটারকে চারটি গ্রেডে ভাগ করে বার্ষিক চুক্তি প্রকাশ করা হল ভারতীয় বোর্ডের তরফে। নতুন চুক্তিতে এক গ্রেড এগোলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), অপরদিকে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও নিজেদের জায়গা ধরে রাখলেন ঋষভ পন্থ ও যশপ্রীত বুমরা।   


এ+ গ্রেড


রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা


এ গ্রেড


হার্দিক পাণ্ড্য, আর অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ, অক্ষর পটেল


বি গ্রেড


চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমন গিল


সি গ্রেড


উমেশ যাদব, শিখর ধবন, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ, দীপক হুড্ডা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, কেএস ভরত


ধারাবাহিকতার সুফল


বিরাট কোহলি, রোহিত শর্মাদের নাম শীর্ষ স্তরে দেখে কারুরই অবাক হওয়ার কথা নয়। তবে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকলেও বুমরা কিন্তু শীর্ষ ক্যাটাগরিতেই রয়েছেন। অপরদিকে, গাড়ি দুর্ঘটনার পর এখনও পন্থের মাঠে ফিরতে বহু দেরি, তাও তাঁকে এ গ্রেডেই রাখা হয়েছে। রবীন্দ্র জাডেজার কিন্তু গ্রেডে উন্নতি হয়েছে। ছয় মাস পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েই জাডেজা ব্যাটে-বলে জ্বলে উঠেন। প্রত্যাবর্তনের পর টেস্ট, ওয়ান ডে মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলেছেন জাডেজা। সেই সাত ম্যাচের তিনটিতে ভারতীয় দল জয় পেয়েছে এবং প্রতিটিতেই ম্যাচ সেরা হন জাডেজা। নিজের এই অনবদ্য ধারাবাহিকতারই সুফল পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।


 






ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় বার্ষিক চুক্তিতে এ+ গ্রেডে থাকা ক্রিকেটাররা সাত কোটি, গ্রেড এ ক্রিকেটাররা পাঁচ কোটি, গ্রেড বি-র ক্রিকেটাররা তিন কোটি ও সি গ্রেডের ক্রিকেটাররা এক কোটি টাকা করে পাবেন। ডব্লিউপিএল ফাইনাল চলাকালীনই ভারতীয় বোর্ডের তরফে আসন্ন বছরে পুরুষ ক্রিকেটারদের চুক্তির এই তালিকা প্রকাশ করা হয়।


আরও পড়ুন: ন্যাট সিভারের ব্যাটে ভর করে ডব্লিউপিএল খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স