নয়াদিল্লি: এশিয়া কাপ শেষ হয়েছে সপ্তাহ দু'য়েক। তবে এশিয়া কাপ ঘিরে নাটক এখনও অব্যাহত। পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে টিম ইন্ডিয়া এশিয়া কাপ ট্রফি নেয়নি। তবে নকভিও নাছোড়বান্দা। টিম ইন্ডিয়াকে ট্রফি পেতে হলে তাঁর হাত থেকেই নিতে হবে, বদ্ধপরিকর নকভি। তাঁর এই আচরণ বিসিসিআই (BCCI) একেবারেই ভালভাবে নেয়নি।

Continues below advertisement

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বিসিসিআই নকভিকে আইসিসির বোর্ড অফ ডিরেক্টর থেকে ছাঁটাই করার পাশাপাশি তাঁর ওপর বিধিনিষেধ যাতে আরোপ করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে সচেষ্ট। রিপোর্ট অনুযায়ী এশিয়া কাপ ট্রফি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মহসিন নকভি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জানিয়ে দিয়েছেন যে তাঁর অনুমতি ছাড়া আর কোনও ব্যক্তি ট্রফিতে হাত দিতে পারবেন না।

এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসেই রয়েছে এই মুহূর্তে এশিয়া কাপ ট্রফিটি। যেদিন থেকে ট্রফিটি অফিসে এসেছে, সেদিন থেকে উনি জানিয়ে দিয়েছেন যে তাঁর পরামর্শ ও অনুমতি ছাড়া যেন কোনওভাবেই ট্রফিটিতে কেউ হাত না দেন।' সেই ব্যক্তি আরও জানিয়েছেন, 'মহসিন নকভি জানিয়ে দিয়েছেন যে এই ট্রফিটি যদি বিসিসিআইয়ের কোনও ব্যক্তিকে বা ভারতীয় দলকে দিতে হয়, তবে তিনিই একমাত্র দেবেন।' 

Continues below advertisement

তবে নকভি একদিকে যেমন নিজের স্থানে অনড়, তেমন বিসিসিআইও তাঁকে ছেড়ে কথা বলতে নারাজ। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছে নকভির এই আচরণের বিষয়টি তাঁরা আইসিসির নজরে আনবে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন এশিয়া কাপ ট্রফি নকভির ব্যক্তিগত সম্পত্তি নয় এবং তা যত দ্রুত সম্ভব ভারতকে ফেরত দিতে হবে। 

পিটিআইকে এক সূত্র জানিয়েছেন, 'নকভির জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে, সেটা দেখতে হবে। বিসিসিআইয়ের ধারণা একেবারে স্পষ্ট। নকভি ভারতকে এশিয়া কাপ ট্রফি নিজের হাতেই তুলে দেবেন এবং কোনওভাবেই আয়োজক ও বিজেতা বিসিসিআইকে ট্রফি দেবেন না, এই বিষয়ে জোর করতে পারেন না।' 

প্রতিশোধ স্পৃহা থেকেই মহসিন নকভি এমনটা করছেন বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। এর জন্য আবার নাকি সম্মানিতও হতে চলেছেন পিসিবি চেয়ারম্যান। সূত্রের খবর, এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে মহসিন নকভির এই লজ্জাজনক কাজের জন্য তাঁকে সোনার মেডেল দেওয়া হতে চলেছে। 

দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মহসিন নকভিকে শহিদ জুলফিকার আলি ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল দেওয়া হবে। সিন্ধ এবং করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নকভিকে এই অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করেছেন। তাঁদের ধারণা, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ভারতের হাতে এশিয়া কাপের ট্রফি তুলে না দিয়ে পাকিস্তানের সম্মান বাড়িয়েছেন রিপোর্টে দাবি করা হচ্ছে যে মহসিন নকভিকে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে অনুষ্ঠান করে করাচিতে 'সম্মানিত' করা হবে। এই অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে বলে খবর।