লন্ডন: সামনেই অ্যাশেজ। ঐতিহ্যের এই সিরিজের আগেও ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুকের মাথায় ঘুরছে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে যে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বেন স্টোকসের দলকে। 

Continues below advertisement

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি ব্রুক জানিয়েছেন, "আমি জানি সামনেই অ্য়াশেজ রয়েছে। এটা আমাদের কাছে বিশাল একটা গর্বের সিরিজ। কিন্তু আমি এখনও ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে বেরতে পারিনি। সেই ২৫ দিন অসাধারণ ছিল। দুর্দান্ত খেলা হয়েছে দুটো দলের। দুর্দান্ত একটা সিরিজ, যা অনেকদিন পরে আমি খেললাম।''

সিরিজের শেষে ব্রুক দু দল মিলিয়ে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ৯ ইনিংসে ভারতের বিরুদ্ধে সেই টেস্ট সিরিজে ৪৮১ রান করেছিলেন ডানহাতি এই ব্য়াটার। ঝুলিতে ছিল দুটো শতরান। একটি ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে ৯৯ রান করে আউট হয়েছিলেন লিডসে। সেই ম্য়াচটি ইংল্য়ান্ড ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।

Continues below advertisement

সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন শুভমন গিল। ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৫৪ রান। ৪টি শতরান ছিল ঝুলিতে।

হর্ষিতের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিনও

ভারতীয় দলের হয়ে হর্ষিত রানার পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তা সত্ত্বেও গুটিকয়েক সব ফর্ম্যাটে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। হর্ষিত রানার আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর এক সময় মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। সেই প্রসঙ্গ টেনে এনে অনেকেই রানাকে দলে নেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অনেকেই। এবার হর্ষিতের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিনও। সদ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দাবি, কেবল একটা বলের দৌলতে সিরিজ়ের পর সিরিজ়ে সুযোগ পাচ্ছেন হর্ষিত। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে অশ্বিন বলেন, 'ও কী কারণে দলে সুযোগ পাচ্ছে আমি জানি না। আমি সত্যি বলতে নির্বাচনী বৈঠকের অংশ হয়ে এর পিছনের কারণটা জানতে চাই। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে সেটা হল অস্ট্রেলিয়ায় এমন একজন ফাস্ট বোলার প্রয়োজন যে ব্যাটটা করতে পারবে। কেউ একজন মনে করেন ও ব্যাট করতে পারে, তাই সম্ভবত আট নম্বরে ব্যাট করার জন্য ওকে দলে নেওয়া হচ্ছে। তবে ব্যাট হাতে আমি ওর দক্ষতা নিয়ে খুব একটা আশাবাদী নই।'