হায়দরাবাদ: প্রথম ম্যাচে শক্তিশালী দিল্লিকে হারিয়ে চনমনে ছিল বাংলা শিবির। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলার সামনে ছিল ত্রিপুরা (Bengal vs Tripura)। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও পুরো পয়েন্ট নিয়ে অর্থাৎ ম্যাচ জিতে মাঠ ছাড়বে লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল, সেরকমই মনে করা হয়েছিল।
কিন্তু বৃষ্টিতে কপাল পুড়ল বাংলার। বৃষ্টিতে ম্যাচ শেষ করা গেল না। ম্যাচ মাঝপথে পরিত্যক্ত হওয়ায় বাংলা ও ত্রিপুরা দুই শিবিরের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ম্য়াচ থেকে দুই দলই পেল ২ পয়েন্ট করে। গ্রুপ ই-তে ২ ম্যাচের পর বাংলার ঝুলিতে ৬ পয়েন্ট। প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়ে ৪ পয়েন্ট পেয়েছিলেন সুদীর ঘরামিরা। সেই জয়ের নায়ক ছিলেন উইকেটকিপার অভিষেক পোড়েল। ইনিংস ওপেন করতে নেমে ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন চন্দননগরের ক্রিকেটার। তিনিই ম্যাচের সেরাও হয়েছিলেন।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। বৃষ্টির আশঙ্কাতেই রান তাড়া করার পন্থা নিয়েছিলেন তিনি। যাতে পরে ব্যাট করতে নেমে বৃষ্টিতে সমীকরণ বদলে গেলে অঙ্ক কষে ব্যাট করা যায়। বৃষ্টির জন্যই ম্যাচটি কার্যত টি-২০ ম্যাচে পর্যবসিত হয়েছিল। ঠিক হয়, দুই যুযুধান দল ২৫ ওভার করে খেলবে। প্রথমে ব্যাট করে ত্রিপুরা অবশ্য বড় রান তোলে। ২৫ ওভারে প্রায় টি-২০-র আদলে ব্যাট করে ২০১/৭ তোলে ত্রিপুরা। এবার ত্রিপুরার হয়ে খেলছেন এক সময় পাঞ্জাবের ক্রিকেটার মনদীপ সিংহ। যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও খেলেছেন। তিনিই ত্রিপুরার অধিনায়ক।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মনদীপ ৫৬ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৭টি চার ও ছয় ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ত্রিপুরার হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে ৪৯ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন জীবনজ্যোৎ সিংহও। ৮টি চার মারেন তিনি। এই দুই ব্যাটারের দাপটে ২৫ ওভারে ২০০ পেরিয়ে যায় ত্রিপুরার স্কোর।
আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!
হাঁটু ফুলে থাকায় মহম্মদ শামি এই ম্যাচেও বাংলার প্রথম একাদশে ছিলেন না। তাঁর পরিবর্তে বাংলার বোলিং বিভাগের নেতৃত্ব দেন মুকেশ কুমার। যিনি সদ্য অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন। আগের ম্যাচেও বল হাতে সাফল্য পেয়েছিলেন। মুকেশ এদিন ৫ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। ৩৩ রানে ২ উইকেট সায়ন ঘোষের। কৌশিক মাইতি ৪২ রানে ১ উইকেট নেন। তবে কর্ণ লাল ২ ওভারে ৩২ রান খরচ করেন। প্রদীপ্ত প্রামাণিক ও সক্ষম চৌধুরী উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে বাংলা। অভিষেক পোড়েল ১৩ বলে ১৭ রান করে আউট হন। ৬ বলে ১১ করেন অধিনায়ক সুদীপ। ৬.২ ওভারে বাংলার স্কোর যখন ৪২/২, বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ আর শুরু করা যায়নি।
আরও পড়ুন: 'এদের সঙ্গে হেসে কথা বলিস না', কোহলির বার্তা ভাইরাল, যশস্বীকে ধমক রোহিতের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।