আমদাবাদ: বৃষ্টিতে কপাল পুড়ল গুজরাত টাইটান্সের (GT vs KKR)। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ ভেস্তে গেল গুজরাতের। সোমবার রাত ১০.৩৭ মিনিটে ম্যাচ বাতিল ঘোষণা করা হল। দুই দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হল।


কথায় আছে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। সোমবার সর্বনাশ হল শুভমন গিলদের (Shubman Gill)। প্লে অফের (IPL Play Off) দৌড় থেকে ছিটকে গেল তাঁদের গুজরাত। ১৩ ম্যাচে ১১ পয়েন্ট হল শুভমনদের। শেষ ম্যাচে জিতলেও ১৩ পয়েন্টে আটকে যাবে তারা। তাদের পক্ষে আর প্লে অফের যোগ্যতা অর্জন করা সম্ভব হবে না।


অন্যদিকে, ম্যাচ ভেস্তে গেলেও লাভ হল কেকেআরের। ১৩ ম্যাচে নাইটদের পয়েন্ট দাঁড়াল ১৯। রাজস্থান রয়্যালস যদি শেষ দুই ম্যাচ জিতেও যায়, কেকেআরের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে রাজস্থানের পয়েন্ট দাঁড়াবে ২০। কেকেআর শেষ ম্যাচ খেলবে রাজস্থানেরই বিপক্ষে। সেই ম্যাচ হেরে গেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে কোয়ালিফায়ার একে খেলারই যোগ্যতা পাবেন নাইটরা। যার অর্থ, ফাইনালে ওঠার জন্য পাওয়া যাবে বাড়তি এক সুযোগ।


আইপিএলের নিয়ম বলছে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল খেলে কোয়ালিফায়ার ওয়ান। আর তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল খেলে এলিমিনেটর। এলিমিনেটরে হারা মানেই বিদায়। জিতলে কোয়ালিফায়ার টু-তে খেলার যোগ্যতা পাওয়া যায়। অন্যদিকে, কোয়ালিফায়ার ওয়ানে যে দল জিতবে, পৌঁছে যাবে ফাইনালে। যারা হারবে, তারা ফাইনালে যাওয়ার আর একটি সুযোগ পাবে। সেক্ষেত্রে এলিমিনেটরের বিজয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার টু খেলবে তারা। অর্থাৎ, ফাইনালে ওঠার জন্য বাড়তি একটা সুযোগ পাবে কেকেআর।


 




পরিসংখ্যান বলছে, আইপিএলে এর আগে দুবার মাত্র গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে শেষ করেছে কেকেআর। সেই দুবারই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে নাইটরাই। এবারও কি সেইরকমই কিছু হতে চলেছে?


প্রার্থনা শুরু নাইট ভক্তদের।


আরও পড়ুন: প্রতিপক্ষের জন্য বিরল সম্মান, প্র্যাক্টিস মাঠে লা লিগা ট্রফি নিয়ে মন জিতল রিয়াল মাদ্রিদ





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।