নিউ ইয়র্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আয়র্ল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) ম্যাচ দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। আইসিসি ট্রফি জয়ের ১১ বছরের খরা কাটিয়ে ফের একবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যে ভারতীয় স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই মনে করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


ভারতীয় দলের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে ১৫ জনের মধ্যে চারজন স্পিনার রয়েছেন। এক দলে এত স্পিনার নেওয়ায় অনেকেই একটু ভ্রু কুঁচকেছিলেন। তবে রোহিত মনে করছেন, ভারতীয় স্পিনারদের সিংহভাগ যেহেতু অলরাউন্ডার, তাঁরা তাই দলের ভারসাম্য বজায় রাখার জন্য জরুরি। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'স্পিনারদের একটা বড় ভূমিকা রয়েছে। অক্ষর,জাডেজা, আমাদের স্পিনাররা তো অলরাউন্ডার। আর পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে হার্দিক এবং শিবম রয়েছে। টুর্নামেন্ট গড়ালে ওদের কেমন কীভাবে ব্যবহার করব, সেই নিয়ে না হয় ভাবনাচিন্তা করা যাবে।'


 



 


বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আইরিশদের বিশেষজ্ঞরা খানিকটা পিছিয় রাখলেও, রোহিত কিন্তু এমনটা মানতে নারাজ। তিনি বরং এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশাই করছেন। 'ওদের দলটা খুব ভাল, তাই একটা দারুণ ম্যাচ হবে। ওরা তো প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলে এবং দলের তারকারাও বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলে বেড়ায়। বাকিদের সঙ্গে ম্যাচগুলি যেমন প্রতিযোগিতামূলক হবে, এই ম্যাচটাই তেমনই হবে। আমাদের তাই সজাগ থাকতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে তো এমনটাই হয়। যদি ফোকাস হারাই তাহলে কিন্তু আমাদের কাঙ্খিত ফলাফলের লাভ নাও করতে পারি আমরা।' বলেন রোহিত।     


ভারতের বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। সেখানে মন্থর গতির পিচে স্পিন কিন্তু বড় ভূমিকা পালন করতে পারে। টিম ইন্ডিয়া জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে পারে কি না, এবার সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আয়র্ল্যান্ডের বিরুদ্ধে শুরু অভিযান, ভারতের প্রথম ম্যাচে নজরে নাসাউয়ের পিচ