নয়াদিল্লি: বাংলা তথা বাঙালির গর্ব, ভারতীয় মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি ঝুলন গোস্বামীর নামে ইডেন গার্ডেন্সের এক স্ট্যান্ডের নামকরণ করার কথা ঘোষণা হয়েছে আজই। আর আজকেই বাংলার মহিলা ক্রিকেটের মুখ উজ্জ্বল করল এক দল প্রতিভাবান তরুণীরা। জাতীয় স্তরে বাংলার খেতাব জয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে অনূর্ধ্ব ১৫ ওয়ান ডে ট্রফি (Women’s U-15 One-Day Trophy) চ্যাম্পিয়ন হল বাংলা।
বয়সভিত্তিক এই ওয়ান ডে টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ের রাতে পাঞ্জাবকে ৪৭ রানে পরাজিত করল বাংলা। ব্যাটে, বলে দাপট দেখাল বাংলার মেয়েরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা দল। ওপেনিংয়ে অদ্রিজা সরকার ও তড়িয়া সিংহ রায়ের শতাধিক রানের পার্টনারশিপ বাংলার হয়ে মজবুত ভিত গড়ে দেয়। অদ্রিজা ৬৩ বলে ৬২ রানের ইনিংস খেলে। তড়িয়ার ব্যাট থেকে ৬৮ বলে আসে ৪৩ রানের ইনিংস। তবে পরের দিকে সেই ভাল শুরুর খুব একটা লাভ তুলতে পারেনি বাংলা। ৩৫ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৫৭ রানে শেষ হয় বাংলার ইনিংস।
তবে বল হাতে শুরু থেকেই বেশ ভালই পারফর্ম করে বাংলার বোলাররা। নিরন্তর ব্যবধানে উইকেট হারানো পাঞ্জাবকে দেখে কখনই মনে হয়নি যে তারা জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৮ রানের লক্ষ্যে পৌঁছতে পারবে। শেষমেশ ছয় উইকেটের বিনিময়ে ১১০ রানে থামে পাঞ্জাবের ইনিংস। বাংলার হয়ে অধিনায়ক সন্দীপ্তা পাত্র ২২ রানের ইনিংস খেলার পাশাপাশি ১১ রানে দুই উইকেট নেয়। দেবযানী দাস দুই এবং স্নিগ্ধা বাগ একটি উইকেট নেয়। তবে ৬২ রানের ইনিংসের জন্য অদ্রিজাই ম্যাচের সেরা নির্বাচিত হয়।
ঝুলনের নামে ইডেনে স্ট্যান্ড
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ঝুলন গোস্বামীর নামে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের বি ব্লকের একটি স্ট্যান্ডের নামকরণ করার ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সঙ্গে সেনাবাহিনীর শহিদ, কর্নেল এন জে নায়ারের নামেও একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে। ২২ জানুয়ারি ইডেনে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ ম্যাচের আসর বসছে। সেই ম্যাচের আগেই হবে এই দুই স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিজয় হাজারেতেও মুম্বই দল থেকে ছাঁটাই, 'আর কী করতে হবে...', প্রশ্ন ব্রাত্য পৃথ্বী শয়ের