নয়াদিল্লি: সময়টা পৃথ্বী শয়ের (Prithvi Shaw) জন্য একেবারেই যেন ভাল যাচ্ছে না। রঞ্জি ট্রফিতে মুম্বই দল থেকে বাদ পড়েছিলেন, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল। আইপিএলেও দল পাননি পৃথ্বী। এবার আসন্ন বিজয় হাজারে ট্রফিতেও (Vijay Hazare Trophy) মুম্বইয়ের দল থেকে ছেঁটে ফেলা হল প্রতিভাবান টপ অর্ডার ব্যাটারকে।


আজই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ১৭ জনের বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নেই পৃথ্বী শয়ের নাম। এরপরেই নিজের হতাশা ও অভিমান ব্যক্ত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পৃথ্বী। সেই পোস্টে নিজের দুরন্ত পরিসংখ্যান তুলে ধরে পৃথ্বী দাবি করেন দলে জায়গা পেতে তাঁকে আর কী করতে হবে।


তিনি লেখেন, 'হে ঈশ্বর আমায় আর কী করতে হবে... ৬৫ ইনিংসে ৫৫.৭ গড় ও ১২৬-র স্ট্রাইক রেটে ৩৩৯৯ রানও যথেষ্ট নয়! তবে আমি আপনার ওপর আস্থা হারাব না এবং আশা করব লোকজন আমার ওপর ভরসা রাখবে। আমি ফিরে তো আসবই, এটুকু নিশ্চিত...'। পৃথ্বীর অনুশাসন এবং নিয়মানুবর্তিতা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। এমনকী সৈয়দ মুস্তাক আল ট্রফি জয়ের পরেও, অধিনায়ক শ্রেয়সের মুখে পৃথ্বীর সমালোচনাই শোনা যায়।


 



সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর পোস্ট। ছবি- পৃথ্বীর ইনস্টাগ্রাম


মুম্বই চ্যাম্পিয়ন হওয়ার পর পৃথ্বীকে নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়স বলেন, 'আমরা কাউকে বেবিসিট করে রাখছি না দলে। প্রত্যেক পেশাদার ক্রিকেটার যারা এই পর্যায়ে ক্রিকেট খেলছে, তাদের এখানে টিকে থাকতে কী করত হবে, সেই বিষয়ে অবগত থাকা উচিক। পৃথ্বী আগেও পারফর্ম করেছে। আগেও খারাপ পরিস্থিতি থেকে উঠে এসেছে। আমার মনে হয় ওর নিজের নিজেকে প্রশ্ন করা উচিত। নিজের ভুলগুলো নিজের চোখ দিয়েই দেখা উচিত। কী করতে হবে, সেই উত্তর ওকেই বের করে নিতে হবে। পৃথ্বীর নিজের নিয়মানুবর্তিতার দিকে লক্ষ্য রাখতে হবে। যদিও তা একবার বদলে দিতে পারে, তাহলেই আবার জাতীয় দলে ফিরে আসতে পারবে।'   


মুস্তাক আলিতে পৃথ্বীর ব্যাট চলেনি। নয় ইনিংসে ১৫৬.৩৪ স্ট্রাইক রেটে মাত্র ১৯৭ রান করেছেন। তারপরেই বিজয় হাজারেতে বাদ যে পৃথ্বীর কেরিয়ারে বড় ধাক্কা এবং তাঁর কেরিয়ার নিয়ে যে প্রবল অনিশ্চয়তা তৈরি করল, তা বলাই বাহুল্য। 










আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।










আরও পড়ুন: 'কেবল জাস্সি ভাইয়ের ওপর ভরসা করি', ব্রিসবেনে নায়কোচিত ইনিংসের পর ব্যাটার বুমরাকে গুগলের কুর্নিশ