কলকাতা: ব্যাটে-বলে দুরন্ত বাংলার খুদেরা। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে (Cooch Behar Trophy) নাগাল্যান্ডকে ইনিংস ও ২০৬ রানে হারাল বাংলা। শুক্রবার সোভিমায় বিরাট জয়ের পর এলিট গ্রুপ বি-র শীর্ষে বাংলা। চারটি ম্যাচ পরপর জিতে ২৭ পয়েন্ট রয়েছে সৌরাশিস লাহিড়ীর (Saurasish Lahiri) প্রশিক্ষণাধীন দলের ঝুলিতে।
বাংলার জয়ের অন্যতম নায়ক অভিষেক ম্যাচে খেলতে নামা সৌম্যদীপ মান্না। ৯৯ রানের ইনিংস খেলেন তিনি। বিশাল ভাট্টি ৬ রানে নিয়েছেন ২ উইকেট। রোহিত দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৫ উইকেট। ২ ইনিংস মিলিয়ে ৩ উইকেট দেবাংশু পাখিরার। শিবম ভারতী নিয়েছে ১৬ রানে ৩ উইকেট। আদিত্য রায় ৬৪ রান করে নজর কেড়েছেন।
প্রথম ইনিংসে নাগাল্যান্ডকে মাত্র ৪০ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলা ৩০৫/৭ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। দ্বিতীয় ইনিংসে নাগাল্যান্ড ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৫৯ রানে অল আউট হয়ে যায় নাগাল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিন সকালেই নিজেদের ঘরের মাঠে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হজম করতে হয় নাগাল্যান্ডকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলার সামনে জম্মু ও কাশ্মীর। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সেই ম্যাচ।
মেয়েদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলা
অরুণাচল প্রদেশকে রেকর্ড ৩৭০ রানে পরাস্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব ১৫ ওয়ান ডে ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলল বাংলা। শুক্রবার গ্বালিয়রে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিল না বাংলার মেয়েরা। টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ সি-র শীর্ষে বাংলা। ২০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল অপরাজিত বাংলা।
আরও পড়ুন: দাদার ষড়যন্ত্র? ভোটে হেরে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রীর ভাই, ময়দান ছেড়ে না যাওয়ার বার্তা
বাংলার হয়ে সফল আদ্রিজা সরকার (৬১ বলে ১০৬ রান), অধিনায়ক সন্দীপ্তা পাত্র (৪৪ বলে ৯০ রান), ঈশিতা সাহা (৩১ বলে অপরাজিত ৪৯ রান), দেবযানী দাস (৪-১০), স্নিগ্ধা বাগ (২-৪), প্রত্যুষা দে (০-২)। প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে বাংলা তোলে ৩৮৭/৫। জবাবে অরুণাচল প্রদেশ ২৩.৫ ওভারে মাত্র ১৭ রানে অল আউট হয়ে যায়। অরুণাচল প্রদেশের আটজন ব্যাটার শূন্য রান করেছে।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে