কলকাতা: চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। রঞ্জির পর খেলেছেন মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও। কিন্তু এবার ফের বিজয় হাজারে ট্রফিতে বিশ্রাম দেওয়া হল মহম্মদ শামিকে। বাংলার যে দল ঘোষণা করা হয়েছে, তাতে রাখা হয়নি দেশের তারকা পেসারকে। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে শামি। চোট পেয়েছিলেন। এরপর এনসিএতে কাটিয়েছেন দীর্ঘদিন। অস্ত্রোপচারের পর রিহ্যাব সেরে ফিরেছেন। বাংলার জার্সিতে নেমে নজরও কেড়েছেন। অনেকেই মনে করছিলেন যে বর্ডার গাওস্কর ট্রফিতে শেষ মুহূর্তে ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়বেন ডানহাতি এই অভিজ্ঞ পেসার। কিন্তু বোর্ড এক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে। আদৌ পুরোপুরি ফিট হয়েছেন কি না, তা নিয়ে সংশয় ছিল। এরইমধ্যে বৃহস্পতিবার ঘোষিত বাংলা দলে শামির নাম নেই। পরে সিএবির তরফে জানানো হল যে শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী শনিবার রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে নিজেদের বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করবে বাংলা।  


উল্লেখ্য, মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বেশ ছন্দেই ছিলেন। কিন্তু মধ্য প্রদেশের বিরুদ্ধে ম্যাচে বাংলার ফাস্টবোলার শামির পিঠে সমস্যা দেখা গিয়েছিল। ইনিংসের শেষ ওভার বল করার সময় শামি একটি বল আটকাতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরেই তাঁকে বেশ অস্বস্তিতে দেখিয়েছে। পিঠ চেপে ধরেছিলেন শামি। এরপর মাঠের মধ্যেই মহম্মদ শামিকে পরীক্ষা করা হয়। তাঁর শুশ্রুষা শুরু হয়। শামি অবশ্য উঠে দাঁড়িয়ে নিজের ওভারটি শেষ করেছিলেন। যদিও তাঁর চোট নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন।


আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। এরপর গোড়ালির চোটের কারণে প্রায় এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।


সূত্রের খবর, বর্ডার গাওস্কর ট্রফিতে চার ম্য়াচে শামিকে খেলানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। এমনকী দ্রুত তাঁকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কিছু ভাবা হচ্ছে না। সেক্ষেত্রে চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে আর শামিকে দেখতে পাওয়ার সম্ভাবনা কমই, এমনকী নেই বলাই ভাল। এছাড়া রোহিত শর্মাও সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে শামিকে নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।


বিজয় মার্চেন্ট ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড বাংলার


অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল বাংলা। প্রথমে ব্য়াট করতে নেমে রাজেশ মণ্ডল (১৩৯), আত্মজা মণ্ডল (৯৪) ও রাজদীপ খান (৪২) রানের সৌজন্যে বাংলা প্রথম ইনিংসে ৩৯৪ রান করে। তার বদলে মহারাষ্ট্র ২৫৬ রানে অল আউট হয়ে গিয়েছে। বাংলার বোলারদের মধ্য়ে আকাশ তরফদার ৪৯/৩, সচিন যাদব ৫৯/৩, আয়ুশ চক্রবর্তী ৪৬/২ সেরা বোলার।