চেন্নাই: বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) চলাকালিন আচমকাই অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেন টেস্টের পরই বুধবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্য়াট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অ্য়াডিলেডেও মাঠে নেমেছিলেন। পারথে অবশ্য দলে ছিলেন না। আবার ব্রিসবেনেও বেঞ্চেই কাটাতে হয়েছে। এই পরিস্থিতিতে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যের কারণ নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন দলের ভেতরে অনেক সিনিয়রের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অশ্বিনের। আবার অনেকে বলছেন যে সম্প্রতি বেশিরভাগ ম্য়াচেই একাদশের বাইরে কাটাতে হচ্ছে দেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারিকে। তাই হয়ত অভিমানেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিল স্পিনার। এবার সেই সম্ভাবনাই উসকে দিলেন অশ্বিনের বাবা। 


এক সাক্ষাৎকারে বিশ্বজয়ী স্পিনারের বাবা বলছেন, ''আমিও অনেক পরেই জানতে পারি অবসরের কথাটা। আমি নিজেও কিছুটা অবাকই হয়েছিলাম। তবে এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। যা ভাল মনে করেছে সেটাই করেছে। আমি খুশি। তবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতেই পারত।'' বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন অশ্বিন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল গোটা পরিবার। চেন্নাই বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল ৫৩৭ টেস্ট উইকেটের মালিককে। অশ্বিনের বাবা বলেন, ''যেভাবে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছিল, তাতে আমি আন্দাজ পেয়েইছিলাম যে হয়ত খুব দ্রুত অবসব নিতে পারে। আর কতদিন এভাবে অপমানিত হতে থাকবে ও! নিজেই সিদ্ধান্ত নিয়েছে হয়ত।''


রিপোর্ট অনুযায়ী আসন্ন সময়ে ভারতীয় দলে বিরাট রদবদল ঘটতে চলেছে। এর ফলে প্রচুর সিনিয়র ক্রিকেটার দল থেকে সরে দাঁড়াবেন এবং তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হবে। এ মরশুমে চলতি বর্ডার-গাওস্কর ট্রফিই ভারতের শেষ টেস্ট সিরিজ়। তারপর দীর্ঘদিনের বিরতি। পরের বছর জুন, জুলাইয়ে ইংল্যান্ড সফর থেকে ভারতীয় দলে এই বড় রদবদল দেখা যেতে পারে বলে খবর।


২০১২-২৩ সালে ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকরদের অবসরের পরও ভারতীয় দল বিরাট এক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে অশ্বিন, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা , রোহিত শর্মাদের নিয়ে ভারতীয় দলের ভিত তৈরি হয়েছিল। ইতিমধ্যেই রাহানে, পূজারারা দল থেকে বাদ পড়েছেন। তাঁদের ফেরার সম্ভাবনাও খুবই কম। এবার অশ্বিনের অবসরে কি শেষের শুরু হল?


আরও পড়ুন: দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল, বিশ্বজয়ী কপিল দেবের জীবনে বিয়ের আগেই কি এসেছিল বসন্ত?