সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় দলের সেমিফাইনালে ওঠাই সরু সুতোর ওপর ঝুলছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সের কাছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স হেরে যাওয়ায় শেষ চারের দরজা খুলে গিয়েছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের (Lux Shyam Kolkata Tigers) সামনে। প্রথম বেঙ্গল প্রো টি-২০ লিগে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সেই কলকাতা টাইগার্স তাক লাগিয়ে দিল।


শুক্রবার ইডেন গার্ডেন্সে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কলকাতা টাইগার্স ও মুর্শিদাবাদ কুইন্স (Murshidabad Kueens)। রুদ্ধশ্বাস ম্যাচে মুর্শিদাবাদকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল কলকাতা টাইগার্স।


শুক্রবার বৃষ্টির আশঙ্কা ছিল। তাই টস জিতে মুর্শিদাবাদ কুইন্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যাতে বৃষ্টিতে বিঘ্ন ঘটলে আর ডাকওয়ার্থ লুইস নিয়ম কার্যকর হলে পরিস্থিতি বুঝে অঙ্ক কষে রান তাড়া করা যায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ৫ উইকেটে তোলে ১১০ রান। দলের হয়ে সর্বোচ্চ স্কোরার ঈপ্সিতা মণ্ডল। ৩২ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর জন্যই লো স্কোরিং ম্যাচে একশো পেরোয় কলকাতা টাইগার্সের স্কোর। এছাড়া কলকাতা টাইগার্সের অধিনায়ক মিতা পাল ২৪ রান করেন। গোটা টুর্নামেন্টেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন মিতা। ফাইনালেও লড়াকু ইনিংস খেললেন। মুর্শিদাবাদ কুইন্সের হয়ে প্রিয়ঙ্কা সরকার ২ উইকেট নেন। স্নেহা গুপ্ত নেন ১ উইকেট।                            


১১১ রান তাড়া করতে নেমে মুর্শিদা,বাদ কুইন্স ২০ ওভারে ৯ উইকেটে ১০৫ রানে আটকে যায়। সন্দীপ্তা পাত্র সর্বোচ্চ ৪৫ রান করলেও দলের হয়ে শেষরক্ষা করতে পারেনননি। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটেও ২১ রান করেন প্রিয়ঙ্কা। লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নেয় মমতা কিস্কু ও অরিক্তা মান্না। হাওড়ার ১১ বছরের ক্রিকেটার অরিক্তা এবারের টুর্নামেন্টে অন্যতম সেরা আবিষ্কার। দুহাতে বল করতে পারে। ম্যাচের সেরা হন মিতা পাল।                                


আরও পড়ুন: ৬ মাস আগে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারিয়েছিলেন, ভারতকে তুললেন ফাইনালে, রোহিতে মুগ্ধ দাদা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।