কলকাতা: বেঙ্গল প্রো টি-২০ লিগে মহিলাদের বিভাগে হারবার ডায়মন্ডসকে (Harbour Diamonds) ১৫ রানে হারিয়ে গিল শ্রাচী রাঢ় টাইগার্স (Shrachi Rarh Tigers)। শুক্রবার সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে রাঢ় টাইগার্সের বোলিংয়ের সামনে নতজানু হতে হল হারবার ডায়মন্ডসকে।


রাঢ় টাইগার্সের জয়ের কারিগর সুজাতা দে (ব্যাটে ৩৩ রান, বল হাতে ৭ রানে ১ উইকেট), রেমন্দিনা খাতুন (১৬ রানে ২ উইকেট), চন্দ্রিমা বিশ্বাস (২০ রানে ২ উইকেট), রূপাল তিওয়ারি (১৩ রানে ১ উইকেট), মামনি রায় (২০ রানে ১ উইকেট) ও রোশনি খাতুন (১৪ রানে ১ উইকেট)।


প্রথমে ব্যাট করে সুজাতা ও রুপালের (২০ রান) লড়াকু ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১০৯/৭ তোলে রাঢ় টাইগার্স। হারবার ডায়মন্ডসের হয়ে ঝুমিয়া খাতুন ২৪ রানে ২ উইকেট নেন। ২৪ রানে ২ উইকেট নেন পায়েল ভাখারিয়াও। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৯৪ রানে অল আউট হয়ে যায় হারবার ডায়মন্ডস। একমাত্র ঝুমিয়া খাতুন (১৭) ছাড়া আর কেউই বলার মতো রান পাননি।


মুর্শিদাবাদ কুইন্সের জয়


শুক্রবার মহিলাদের বেঙ্গল প্রো টি-২০-তে দ্বিতীয় ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে (Servotech Siliguri Strikers) ৪ রানে হারিয়ে রুদ্ধশ্বাস দ্বৈরথে জিতল মুর্শিদাবাদ কুইন্স (Murshidabad Kueens)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মুর্শিদাবাদ কুইন্স তুলেছিল ৯৮/৬। সন্দীপ্তা পাত্র সর্বোচ্চ ২৬ রান করেন। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে ২টি করে উইকেট নেন চন্দ্রিমা ঘোষাল, স্নিগ্ধা বাগ ও পম্পা সরকার। সেই সময় মনে হয়েছিল, শিলিগুড়ি স্ট্রাইকার্স সহজেই এই লক্ষ্য পেরিয়ে যাবে। কিন্তু রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শিলিগুড়ি স্ট্রাইকার্স। ২০ ওভারে মাত্র ৯৪/৯ স্কোরে আটকে যায় তারা। ৪ রানে ম্যাচ জিতে নেয় মুর্শিদাবাদ কুইন্স। প্রীতি মণ্ডল ৩৭ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে জেতা ব্যর্থ হন। মাত্র ৬ রানে ৬ উইকেট প্রিয়ঙ্কা প্রসাদের।