কোহিমা: রঞ্জিতে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলা। নাগাল্য়ান্ডের বিরুদ্ধে কাল মাঠে নামছে লক্ষ্মীরতন শুক্লর দল। এর আগে ২ ম্যাচে ঝুলিতে ৯ পয়েন্ট পুরেছে বাংলা। গ্রুপ এ-র ম্যাচে কাল নাগাল্য়ান্ডের বিরুদ্ধে নামছে টিম বেঙ্গল। এবারের রঞ্জিতে এটাই বাংলার প্রথম অ্যাওয়ে ম্যাচ। এর আগে ইডেনে খেলা হয়েছিল উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশ ম্যাচ।
কাল ম্যাচে নামার আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেন, ''মরসুমটা আমাদের দারুণ শুরু হয়েছে। এখানেও আমরা কঠিন একটা ম্যাচ খেলব। নিজেদের সেরাটা দিতে পারব, এই বিষয়ে আমি আশাবাদী। ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মরিয়া।''
উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারানোর পর হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে বাংলা। প্রতিপক্ষ হিসেবে নাগাল্যান্ড অবশ্যই অনেকটাই পিছিয়ে বাংলার তুলনায়। আগের দুটো ম্যাচে উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে তারা।
আগামীকালের ম্যাচেও অভিমন্যু ঈশ্বরণকে পাবে না বাংলা শিবির। সেক্ষেত্রে ফের একবার মনোজ তিওয়ারির নেতৃত্বেই খেলতে নামছে তারা। এমনিতে দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ব্য়াটিং ডিপার্টমেন্টে টপ অর্ডারে অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামিরা তাে রয়েইছেন। এছাড়া মিডল অর্ডারে মনোজ ও অনুষ্টুপের অভিজ্ঞতা বড় সম্পদ বাংলার।
অলরাউন্ডার হিসেবে শাহবাজ থাকছেন। স্পিন ডিপার্টমেন্টে প্রদীপ্ত প্রামানিক ও অঙ্কিত মিশ্রার মধ্যে যে কোনও একজনকে খেলানো হতে পারে পিচের চরিত্র বিবেচনা করে। পেস ডিপার্টমেন্টে ঈশান পোড়েল, আকাশ দীপের সঙ্গে গীত পুরি, রবিকান্ত ও দুর্গেশ দুবের মধ্যে একজনকে দেখা যেতে পারে।
'চাকদা এক্সপ্রেস' ছবির শ্যুটিং শেষ
উচ্ছ্বসিত অনুষ্কা শর্মার অনুরাগীরা। তাঁর আগামী ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী। ভারতীয় ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর জীবনের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি হয়েছে।
র্যাপ আপ পার্টিতে অভিনেত্রীকে দেখা গেল ক্রিকেট জার্সিতে। ঝুলন গোস্বামীকে ছবির শেষ ক্ল্যাপ দিতে দেখা গেল। সেটে আনা হয়েছিল দোতলা কেক। কেকেও ছিল একটি ক্ল্যাপবোর্ডের ছবি, যেখানে উল্লেখ করা হয়েছে '৬৫ দিন, ৭ শিডিউল ও ৬ শহর'। অনুষ্কা শর্মা লেখেন, 'চাকদা এক্সপ্রেসের সেটে র্যাপ আপ এবং ধন্যবাদ ঝুলন গোস্বামীকে ফাইনাল ক্ল্যাপ দিয়ে শ্যুটিং শেষ করার জন্য!'