কলকাতা: মাঝে দীর্ঘ ৩৪ বছর কেটে গিয়েছে। ১৯৮৯-৯০ মরশুমে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষবার রঞ্জি ট্রফি (Ranji Trophy) জিতেছিল বাংলা (Bengal Cricket Team)। তারপর থেকে শুধুই হতাশা। একাধিকবার ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে। মনোজ তিওয়ারি গত মরশুমে রঞ্জি জিতে ক্রিকেটকে বিদায় জানানোর শপথ নিয়েছিলেন। কিন্তু শূন্যতা নিয়েই ক্রিকেট কিট তুলে রাখতে হয়েছে তাঁকে।
এবার কি মোক্ষলাভ হবে? প্রচেষ্টায় খামতি রাখতে চায় না সিএবি (CAB)। মরশুম শুরুর আগেই অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে ফিরে পেয়েছে বঙ্গ ক্রিকেট। আসন্ন মরশুমে ফের বাংলার জার্সিতে দেখা যাবে জাতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ খেলা উইকেটকিপার-ব্যাটারকে। আর সেই আবহেই রঞ্জি ট্রফির প্রস্তুতির নকশা সাজিয়ে ফেলেছে বাংলা। যার প্রথম ধাপ হিসাবে শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা সেরে ফেলা হয়েছে।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে বলেছেন, 'মরশুম শুরুর আগে পাঞ্জাবের বিরুদ্ধে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। তিনদিনের বেশ কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব পাঞ্জাব ক্রিকেট সংস্থাকে দিয়েছিলাম আমরা। সেই প্রস্তাবে রাজি হয়েছে পাঞ্জাব। কল্যাণীতে হবে ম্যাচগুলি। পূর্ণ শক্তির পাঞ্জাব দলেরই আসার কথা রয়েছে।'
সব কিছু ঠিকঠাক চললে, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নজর কাড়া অভিষেক শর্মা, যিনি জাতীয় দলের জার্সিতে অভিষেকও ঘটিয়েছেন, খেলতে পারেন প্রস্তুতি ম্যাচে। সঙ্গে প্রভসিমরন সিংহ, নেহাল ওয়াধেরা, ময়ঙ্ক মারকাণ্ডে-সহ প্রায় পূর্ণ শক্তির পাঞ্জাব দলের খেলতে আসার কথা। অর্শদীপর সিংহ খেলবেন কি না, এখনও নিশ্চিত নয় সিএবি। তবে ফাঁকা থাকলে রঞ্জি ট্রফির প্রস্তুতি সেরে নিতে উন্মুখ হয়ে থাকবেন জাতীয় দলে খেলা বাঁহাতি পেসারও।
১৫ জুলাই থেকে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করেছে বাংলা। কোচ লক্ষ্মীরতন শুক্ল, পেস বোলিং কোচ শিবশঙ্কর পাল, স্পিন বোলিং কোচ অরূপ ভট্টাচার্যর তত্ত্বাবধানে ইডেন গার্ডেন্সের ইন্ডোরে চলেছে প্র্যাক্টিস, ট্রেনিং। তবে বৃষ্টির জন্য আউটডোর ট্রেনিং ব্যাহত হচ্ছে। যে কারণে বীরভূমের দুবরাজপুরে নবনির্মিত মাঠে দু সপ্তাহের প্রস্তুতি শিবির সারবে বাংলা। স্নেহাশিস জানালেন, দুবরাজপুরের ওই মাঠে লাল মাটির কারণে জল নিষ্কাশনী ব্যবস্থা অত্যন্ত উন্নত। বৃষ্টি হলেও দ্রুত জল নেমে যায়। তাই বর্ষাতেও নেট প্র্যাক্টিস করা সম্ভব। সঙ্গে জিম-সহ সব পরিকাঠামোই রয়েছে।
ঋদ্ধিমান সাহা-সুদীপ চট্টোপাধ্যায় সহ বাংলার সমস্ত ক্রিকেটারেরা দুবরাজপুরের শিবিরে যোগ দিচ্ছেন। তারপরই পাঞ্জাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। মহম্মদ শামিও বাংলার হয়ে রঞ্জি ট্রফির শুরুর দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারেন, জানিয়েছেন স্নেহাশিস।
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি টক্কর, সিরিজ হেরেও বাবরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন রোহিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।