পারথ: ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে টেস্টে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা যতটা যা বোঝা যাচ্ছে, তাতে প্রথম টেস্ট খেলতে নামবেন না। এরই মাঝেই একের পর এক টিম ইন্ডিয়ার তারকা অনুশীলনে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এর জেরেই খুলে যেতে পারে দেবদত্ত পাড়িক্কালের (Devdutt Padikkal) ভাগ্য।


রোহিত শর্মার প্রথম টেস্টে খেলা অনিশ্চিত। আবার অনুশীলন ম্যাচে চোটের কবলে পড়েছেন শুভমন গিল। আঙুলে চোট পেয়েছেন শুভমন গিল (Shubman Gill)। সেই চোট এমনই গুরুতর যে, পারথ টেস্টে পাঞ্জাবের তরুণের খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছে। প্রথম টেস্টের আগে কোনও অস্ট্রেলীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে না ভারত। তবে নিজেদের মধ্যে দুটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। আর সেই প্র্যাক্টিসের মাঝেই বিপত্তি। ভারত এ বনাম ভারত প্রস্তুতির মাঝেই ঘটেছে দুর্ঘটনা।


ওয়াকা মাঠে স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন শুভমন। এমনিতেই ওয়াকা বিশ্বের অন্যতম দ্রুত গতিসম্পন্ন পিচ বলেই পরিচিত। বল পড়ে দ্রুত গতিতে ব্যাটারের দিকে যায়। বল ব্যাটের কানা ছুঁলেই পলক ফেলার আগেই তা স্লিপ কর্ডনে পৌঁছে যায়। সেরমকই একটি বল তালুবন্দি করতে গিয়ে চোট পেয়েছেন শুভমন। বাঁহাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন গিল। বাকি দিন তিনি আর মাঠে ফিরতে পারেননি। খবর অনুযায়ী শুভমনের আঙুলে চিড় ধরেছে।


এই কারণেই সম্ভবত দেবদত্ত পাড়িক্কালকে ভারতীয় দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় রেখে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। শুভমন গিল একান্তই ফিট না হলে, তিনি ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে পারেন বলেই খবর। দেবদত্ত সম্প্রতি ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে মোটামুটি খারাপ পারফর্ম করেননি। দুই আনঅফিশিয়াল টেস্টে ৩৬, ৮৮, ২৬ ও এক রান করেছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় খেলায় তিনি অজ়ি পরিবেশের সঙ্গে মানিয়েও নিয়েছেন। সেই কারণেই সম্ভবত পাড়িক্কালকে রেখে দেওয়া হচ্ছে। তাঁকে দ্রুতই মূল দলেও যোগ করা হবে বলে খবর। শেষমেশ কী হয় সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে কিংবদন্তি কপিল দেবকে পিছনে ফেলার সুবর্ণ সুযোগ যশপ্রীত বুমরার সামনে