India vs Australia Live: শেষবেলায় ব্যাটে নেমে তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া, পারথে প্রথম টেস্টের রাশ সম্পূর্ণভাবে ভারতের হাতে

India vs Australia 1st Test: তৃতীয় দিনের শুরুতে ভারতীয় দল আপাতত ২১৮ রানে এগিয়ে রয়েছে।

ABP Ananda Last Updated: 24 Nov 2024 03:21 PM
India vs Australia Test Live Score: দিনের খেলা শেষ

উইকেট বাঁচানোর জন্য কামিন্সকে নাইট ওয়াচ ম্যান হিসাবে নামিয়েছিলেন। কামিন্স তো টিকতে পারলেনই না, মাত্র তিন রানে বুমরার বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন লাবুশেনও। এর সঙ্গে সঙ্গেই শেষ হল দিনের খেলা। অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটের বিনিময়ে ১২ রান।

Border Gavaskar Trophy Live: শুরুতেই জোড়া সাফল্য

নাইট ওয়াচম্যান হিসাবে নেমেছিলেন অধিনায়ক কামিন্স। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না তিনি। সিরাজের বলে মাত্র দুই রানেই ফিরলেন সাজঘরে। চার ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দুই উইকেটের বিনিময়ে ১২ রান।

India vs Australia Test Live Score: প্রথম ওভারেই সাফল্য

ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পেল ভারতীয় দল। অভিষককারী ম্যাকসোয়েনিকে শূন্য রানে ফেরালেন যশপ্রীত বুমরা।

Border Gavaskar Trophy Live: কোহলির শতরান

বহু কাঙ্খিত শতরান এল কোহলির ব্যাট থেকে। চার মেরে কেরিয়ারের ৩০তম সেঞ্চুরি পূরণ করলেন বিরাট। ৪৮৭/৬ ইনিংস ঘোষণা করল ভারতীয় দল।অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৫৩৪ রান তুলতে হবে। 

India vs Australia Test Live Score: বাউন্ডারির হ্যাটট্রিক

প্রথম ইনিংসে তাঁর প্রতিরোধ নজর কেড়েছিল। দ্বিতীয় ইনিংসে তাঁর আগ্রাসন নজর কাড়ছে। দলের প্রয়োজনে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছেন নীতীশ। মিচেল মার্শকে নাগাড়ে তিনটি বাউন্ডারি হাঁকালেন তিনি। ১২৯ ওভার শেষে ভারতের স্কোর ৪৪০/৬। নীতীশ ১৩ বলে ২৪ ও কোহলি ৭০ রানে অপরাজিত রয়েছেন।

Border Gavaskar Trophy Live: ভাঙল পার্টনারশিপ

ভাঙল ৮৯ রানের পঞ্চম উইকেটের পার্টনারশিপ। ২৯ রানে আউট হলেন ন্যাথান লায়ন।

India vs Australia Test Live Score: ৪০০ তুলল ভারত

বোর্ডে ৪০০ রান তুলে ফেলল ভারতীয় দল। সুন্দর ও কোহলির বিরুদ্ধে বর্তমানে অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণকে একেবারে ফিকে দেখাচ্ছে। দুইজনে সেঞ্চুরি পার্টনারশিপের দিকে এগোচ্ছেন। দুইজনে ইতিমধ্যেই ৮৫ রান যোগ করে ফেলেছেন। ১২৫ ওভার শেষে ভারতের স্কোর ৪০৬/৫। কোহলি ৬৬ ও সুন্দর ২৬ রানে ব্যাট করছেন। ভারত আপাতত ৪৫২ রানে এগিয়ে রয়েছে।

Border Gavaskar Trophy Live: কোহলির হাফসেঞ্চুরি

প্রবল সমালোচনার মাঝে জ্বলে উঠল কোহলির ব্যাট। টেস্ট কেরিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি হাঁকালেন কোহলি। ৯৪ বলে এল তাঁর অর্ধশতরান। ১১৭ ওভার শেষে ভারতের স্কোর ৩৮৪/৫।

India vs Australia Test Live Score: চা পানের বিরতি

দ্বিতীয় সেশনে ম্যাচে ফেরার মরিয়া প্রচেষ্টা অস্ট্রেলিয়ার। চারটি উইকেট তুলে নিলেন অজ়ি বোলাররা। ৮৪ রান যোগ করল ভারত। তবে টিম ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলিকে বেশ ভাল ছন্দেই দেখাচ্ছে। তিনি ৪০ রানে ব্যাট করছেন।   

Border Gavaskar Trophy Live: ৩৫০ পার

মাত্র তিন ওভারের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার চাপ খানিকটা বেড়েছিল। তবে সুন্দর ও কোহলির মিলে ফের একবার ভারতীয় দলের ইনিংসকে স্থিরতা প্রদান করেছে। ইতিমধ্যেই তাঁরা ৩৪ রান যোগ করে ফেলেছেন। ১০৭ ওভার শেষে ভারতের স্কোর ৩৫৫/৫।

India vs Australia Test Live Score: বড় রান পেলেন না পন্থ, জুরেল

পরপর পড়ছে উইকেট। লায়নের বিরুদ্ধে এগিয়ে এসে বড় শট মারতে গিয়ে মাত্র এক রানেই নিজের উইকেট হারালেন ঋষভ পন্থ। ৩২০ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। এর পর পরই ধ্রুব জুরেলও এক রানেই ফিরলেন। ১৮ বলে আট রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলল ভারত। 

Border Gavaskar Trophy Live: আউট যশস্বী

দুরন্ত ছন্দে যশস্বী, ভাল শুরু কোহলিরও। ৩৫০ পার করে গিয়েছে ভারতীয় দলের লিড। তবে বড় শট মারতে গিয়ে অবশেষে ১৬১ রানে থামল যশস্বীর ইনিংস। ৩১৩ রানে পড়ল ভারতীয় দলের তৃতীয় উইকেট। 

India vs Australia Test Live Score: সচিনদের কৃতিত্বে ভাগ বসালেন যশস্বী

সচিন, মিয়াঁদাদদের কৃতিত্বে ভাগ বসালেন যশস্বী জয়সওয়াল। ২৩ পার করার আগেই এই নিয়ে সচিনদের সমান চতুর্থবার ১৫০ রান করলেন তরুণ ভারতীয় ব্য়াটার। ৮৯ ওভার শেষে ভারতের স্কোর ২৮৮/২।

Border Gavaskar Trophy Live: প্রথম বলেই সাফল্য

লাঞ্চের পর প্রথম বলেই আউঠ পাড়িক্কাল। ২৫ রানে বাঁ-হাতি ব্যাটারকে ফেরালেন জশ হ্যাজেলউড।

India vs Australia Test Live Score: তৃতীয় দিনে লাঞ্চ

তৃতীয় দিনের প্রথম সেশনে উঠল মোট ১০৩ রান। জয়সওয়াল সেঞ্চুরি হাঁকালেও ৭৭ রানে ফিরতে হল নতডিরাহুলকে। যশস্বী ১৪১ দেবদূত পাড়িক্কাল ২৫ রানে অপরাজিতয়েএ। ভারতের স্কোর ২৭৫ রানে এক উইকেট। টিম ইন্ডিয়া আপাতত ৩২১ রানে এগিয়ে।  

Border Gavaskar Trophy Live: ২৫০ পার

৮০তম ওভারে ২৫০ রানের গণ্ডি পার করল ভারত। ৮০ ওভার শেষে ভারতের স্কোর ২৫৫/১। যশস্বী ১৩৭ ও দেবদত্ত পাড়িক্কাল ১৭ রানে ব্যাট করছেন। 

India vs Australia Test Live Score: দুরন্ত সেঞ্চুরি যশস্বী

প্রথম ইনিংসে খাতা খোলেননি, দ্বিতীয় ইনিংসে ছক্কা হাঁকিয়ে ২০৫ বলে নিজের সেঞ্চুরি পূরণ করলেন যশস্বী জয়সওয়াল। ২০০ রানের গণ্ডি পার করল ভারত। তবে দুর্ভাগ্যবশত পরের ওভারেই ৭৭ রানে স্টার্কের বলে আউট হলেন রাহুল। ২০১ রানে প্রথম উইকেট হারাল ভারত।

Border Gavaskar Trophy Live: ভাল শুরু

দিনের প্রথম দুই ওভারেই ১৩ রান তুলে ফেলল ভারতীয় দল। স্টার্কের ওভার থেকেই উঠল ১১ রান। 

India vs Australia Test Live Score: ভারতের হয়ে দিন শুরু করছেন যশস্বী, রাহুল

ম্যাচের তৃতীয় দিন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ভারতের হয়ে ব্যাট করতে নামছেন। রাহুল ৬২ ও যশস্বী ৯০ রানে অপরাজিত রয়েছেন। ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২ রান। লিড ২১৮।

প্রেক্ষাপট

পারথ: একজন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন, আরেকজন হয়তো রোহিত শর্মা খেললে একাদশে সুযোগ পেতেন না। তবে শনিবার পারথে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে সেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কেএল রাহুলেই (KL Rahul) এমন এক কাণ্ড ঘটিয়ে ফেললেন যা বিগত ২০ বছরে হয়নি। তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানালেন স্বয়ং 'কিং কোহলি'ও (Virat Kohli)।


ম্যাচের প্রথম দিন প্রথম ইনিংসে যেখানে গোটা ভারতীয় দল ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল, সেখানে দ্বিতীয় দিনে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২ রান। গোটা দুই সেশন ব্যাট করে একটিও উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলকে পুরো সময়টাতেই দারুণ ছন্দে দেখিয়েছে। তাঁদের ধৈর্য্য, একাগ্রতা, ব্যাটিং টেকনিকে মুগ্ধ সকলে। বিরাট কোহলিও প্রশংসা করতে কিন্তু পিছপা হলেন না।


দিনের খেলাশেষে মাঠে নেমে কোহলিকে যশস্বী ও রাহুলের জন্য ব্যাট প্যাড হাতেই তালি দিতে তো দেখা যায়ই, পাশাপাশি ভাল খেলায় তাঁদের স্যালুটও জানান কোহলি। দিনশেষে ভারতীয় দল আপাতত ২১৮ রানে এগিয়ে। ম্য়াচের রাশ সম্পূর্ণভাবেই যে আপাতত টিম ইন্ডিয়ার হাতে, তা বলাই যায়। দল এমন পরিস্থিতিতে থাকায় দৃশ্যতই খুশি কোহলি। রাহুলরা যখন অপরাজিত হয়ে মাঠ ছাড়েন, তখন কোহলির মুখে ছিল চওড়া হাসি। তাঁর আনন্দও ছিল চোখে পড়ার মতোই।


বিগত দুই দশকে যা হয়নি, এদিন যশস্বী ও রাহুলের ওপেনিং জুটি কিন্তু তাই করে দেখাল। ২০০৪ সালের পর এই প্রথম ভারতীয় ওপেনিং জুটি অস্ট্রেলিয়ায় কোনও টেস্টে শতরানের পার্টনারশিপ গড়ল। দিনশেষে যশস্বী ৯০ ও রাহুল আপাতত ৬২ রানে অপরাজিত থেকেই সাজঘরে ফেরেন। রোহিতের অনুপস্থিতিতে রাহুলকে দিয়ে ওপেন করানো হয়। তবে শোনা যাচ্ছে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে রোহিত শর্মা ফিরে যাবেন। সেক্ষেত্রে এই জুটির ভবিষ্যৎ কী বা রাহুল কি আদৌ দলে সুযোগ পাবেন? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.