অ্য়াডিলেড: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টেও শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার (Indian Cricket Team)। প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রানে অল আউট হয়ে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিনে শনিবার চা পানের বিরতির আগেই প্রথম ইনিংসে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শুক্রবারই খাওয়াজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন চা পানের বিরতির আগে আরও তিনটি উইকেট হারায় তারা। তবে অর্ধশতরান করেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। চা পানের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলে নিয়েছে অজি শিবির।


শুক্রবার ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮০ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। আগের দিন লাবুশেন ও ম্য়াকস্যুইনি মিলে পার্টনারশিপ গড়েছিলেন। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম উইকেট নেন জসপ্রীত বুমরা। এদিনও প্রথম অজি শিবিরে ধাক্কা দেন বুমরাই। তিনি ফিরিয়ে দেন ম্য়াকস্যুইনিকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তরুণ অজি ওপেনার। আরও একবার ব্যর্থ হলেন স্টিভ স্মিথ। চলতি সিরিজে বারবার প্রাক্তন অজি অধিনায়ককে ভোগান্তির মুখে ফেলেছেন বুমরা। এদিনও ভারতীয় পেসারের সামনে শুরু থেকে কড়া চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন স্মিথ। শেষ পর্যন্ত মাত্র ২ রান করেই পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্রাক্তন অজি অধিনায়ক। তবে লাবুশেনকে ফেরাতেই পারছিলেন না ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত আরও একটি অর্ধশতরানের ইনিংস খেলেন ডানহাতি অজি ব্য়াটার। শেষ পর্যন্ত ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন লাবুশেন। লাবুশেন ছাড়াও অজি ব্য়াটিং লাইন আপের আরেক স্তম্ভ ট্রাভিস হেডও অর্ধশতরানের ইনিংস খেলেন। 


 






গতকাল প্রথমে ব্য়াট করতে নেমে ১৮০ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি ভারত। রাহুল ৩৭ রানের ইনিংস খেলেন। গিল ৩১ রানের ইনিংস খেলেন। জয়সওয়াল খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন। ২ অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিও বড় রান করতে পারেননি। লোয়ার অর্ডারে নীতিশ রেড্ডি ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান নীতিশ। এখন দেখার প্রথম ইনিংসে কত রান বোর্ডে তুলতে পারে অস্ট্রেলিয়া।