অ্য়াডিলেড: তর্কাতীতভাবে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর পেস বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পারথ টেস্টে (Perth Test) ম্য়াচের সেরা হয়েছিলেন। একাই দলকে জয় ছিনিয়ে আনতে সাহায্য করেছে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। এবার অ্য়াডিলেডে তিনি রোহিতের ডেপুটি হিসেবে নেমেছেন। বল হাতে যদিও দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথমদিনে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফরম্য়ান্সের মধ্যেও প্রাপ্তি বলতে বুমরার নতুন নজির। অজি ওপেনার উসমান খাওয়াজাকে ফেরাতেই নতুন মাইলস্টোন স্পর্শ করলেন ভারতের তারকা পেসার। এমন এক মাইলস্টোন যা এর আগে ভারতের আর মাত্র তিনজন পেসার করতে পেরেছিলেন।


শুক্রবার ভারতীয় দল প্রথম ইনিংসে ১৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল। রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে নেমেছিলেন উসমান খাওয়াজা ও নাথান ম্য়াকস্যুইনি। ব্যক্তিগত ১৩ রানের মাথায় আউট হন অজি বাঁহাতি ওপেনার খাওয়াজা। রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আর এটিই ছিল বুমরার চলতি বছরে টেস্টে ৫০ তম উইকেট। ২০২৪ সালে বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা। এর আগে কপিল দেব ও জাহির খান ভারতীয় পেসার হিসেবে এই নজির গড়েছিলেন তাঁদের ক্রিকেট কেরিয়ারে। তারমধ্যে কপিল দেবই একমাত্র ভারতীয়, যিনি দুবার এই নজির গড়েছেন। ১৯৭৯ সালে প্রথমবার এক ক্যালেন্ডার বর্ষে ৭৪টি উইকেট নিয়েছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। কিংবদন্তি অলরাউন্ডার ১৯৮৩ সালেও গোটা বছরে টেস্টে ৭৫ উইকেট ঝুলিতে পুরেছিলেন। অন্য়দিকে ২০১১ বিশ্বকাপে ভারতের জয়ের অন্য়তম নায়ক প্রাক্তন পেসার জাহির খান ২০০২ সালে এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে ৫১ উইকেট নিয়েছিলেন। ২২ বছর পর সেই তালিকায় নাম লেখালেন বুমরা। তবে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে পেসার ও স্পিনার মিলিয়ে মোট ১৭ জন বােলার রয়েছেন, যাঁরা এই নজির গড়েছেন। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় শীর্ষে আছেন প্রয়াত অজি কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। তিনি এক বছরে টেস্টে ৯৬ উইকেট নিয়েছিলেন। 


প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র ১৮০ রানে অল আউট হয়ে যাওয়ার পর বোলাররা নতুন বলে মাত্র একটিই সাফল্য পেয়েছে। তাই স্বাভাবিকভাবেই চাপে টিম ইন্ডিয়া। তবে দলের সাজঘরে গিয়ে ক্রিকেটারদের বার্তা দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। এই বিষয়ে দিনশেষে সাংবাদিক সম্মেলনে টেন দুশখাতে বলেন, 'আমার মনে হয় না এই দলের সাজঘরে গিয়ে কোচেদের খেলোয়াড়দের ভাল পারফর্ম করার কথা বলার কোনও প্রয়োজন আছে। এই দলের সকলেরই আত্মমর্যাদা রয়েছে এবং সকলেই নিঃসন্দেহে এখানে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর।'