সিডনি: দ্বিতীয় দিনের শুরুতেই সিডনি টেস্ট জমিয়ে দিলেন ভারতীয় বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার পরিবর্তে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। সিডনিতেও বল হাতে শুরুতেই ধাক্কা দিয়েছিল গতকালের শেষ বলেই। খাওয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। এদিন সকাল থেকেই অজি ব্যাটারদের প্যাভিলিয়নে আসা যাওয়ার পালা। লাঞ্চের আগেই ৪ উইকেট আরও খুইয়ে ফেলল অজি শিবির। ১০১ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা।
খাওয়াজা শুক্রবার শেষ বলে আউট হয়েছিলেন। এদিন লাবুশেনকে সঙ্গে নিয়ে ক্রিজে আসেন স্য়াম কনসটাস। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। এরমধ্যেই বিরাট, বুমরাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন কনসটাস। শনিবার সকালেও অজি শিবিরে প্রথম আঘাত হানেন সেই বুমরাই। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা লাবুশেনকে ফিরিয়ে দেন দ্রুত। ২ রান করে ফেরেন লাবুশেন। জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে ২৩ রান করে সিরাজের বলে ফিরে যান কনসটাস। একটি বাউন্ডারি হাঁকালেও ৪ রানেই শেষ হয়ে এই ইনিংসে ট্রাভিস হেডের পথ চলা। তাঁকেও ফেরান সিরাজ। এরপর নবাগত ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন গত দুটো টেস্টে টানা শতরান হাঁকানো স্টিভ স্মিথ। ক্রমেই নিজের টেস্ট কেরিয়ারে ১০ হাজার রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু পাঁচ রান দূরেই থামকে হয় তাঁকেও। ৩৩ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হয়ে প্যাভিলিয়ন ফেরেন প্রাক্তন অজি অধিনায়ক। লাঞ্চের বিরতিতে যাওয়ার সময় ভারত প্রথম ইনিংসে এখনও ৮৪ রানে এগিয়ে রয়েছে।
শুক্রবার মিনিট কয়েকের জন্য দিনের শেষবেলায় ব্য়াট করতে নামে অস্ট্রেলিয়া। এই সময়টা যে কোনও দলের জন্য বেশ কঠিন হয়। সকলেই চায় কোনওক্রমে যাতে উইকেট না পড়ে। তবে অজ়িরা তেমন করতে পারল না। মাত্র তিন ওভারের খেলাতেই আউট হলেন দুই রানে আউট হলেন উসমান খাওয়াজা। ইনিংসের প্রথম বলে যশপ্রীত বুমরার বলে চার মেরেই শুরুটা করেছিলেন স্যাম কনস্টাস। দিনের শেষ ওভারে বুমরা ফিল্ডিং সেট করতে ব্যাট-বলের লড়াই গড়ায় তর্কাতর্কিতে। দুইজনকেই একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায়। ঠিক পরের বলেই খাওয়াজাকে আউট করে কনস্টাসের দিকে তাকিয়েই সেলিব্রেট করে আনন্দে ভাসেন বুমরা। এই ঘটনা যে খেলা আরও জমিয়ে দিল, তা কিন্তু বলাই বাহুল্য।