পারথ: আর হাতে গোনা কয়েকদিন বাকি। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) পাঁচ টেস্টের দ্বৈরথ। এই সিরিজ়ের ওপরেই ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা বা না খেলা নির্ভরশীল। আর অস্ট্রেলিয়া মানে ফাস্ট বোলিং সহায়ক পিচ। তাই স্বাভাবিকভাবেই এই সিরিজ়ের আগে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলারদের দিকেই বাড়তি নজর রয়েছে। খবর অনুযায়ী এই সিরিজ়েই কিন্তু এক তরুণ ফাস্ট বোলার প্রথমবারের জন্য জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন। কে সেই ফাস্ট বোলার?
শোনা যাচ্ছে ২২ নভেম্বর থেকে পারথে শুরু হতে চলা প্রথম টেস্টে জাতীয় দলের হয়ে দেখা যেতে পারে হর্ষিত রানাকে (Harshit Rana)। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে কোনও অনুশীলন ম্যাচ খেলেননি। পরিবর্তে আন্তঃদলীয় একটি অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই ম্যাচেই তরুণ ফাস্ট বোলার নাকি সকলকেই নিজের বোলিংয়ে বেশ প্রভাবিত করেছেন।
এক সূত্র এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আন্তঃদলীয় ম্যাচে পারথে হর্ষিত সকলকে খুবই প্রভাবিত করেছেন। বিশেষত ওঁর তীক্ষ্ণ বাউন্সার নজর কেড়েছে। পারথে ওঁর ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক ঘটানোর সম্ভাবনা রয়েছে।' রানা এখনও পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪-র গড়ে ৪৩টি উইকেট নিয়েছেন। সাত উইকেটের বিনিময়ে ৪৫ রান হর্ষিতের সেরা বোলিং। তাঁকে শেষমেশ পারথে দেখা যাবে কি না, সেটাই দেখার অপেক্ষা। তবে হর্ষিত যে সকলকে প্রভাবিত করেছেন এ বিষয়ে সন্দেহ নেই।
এই আন্তঃদলীয় ম্যাচের শেষদিনে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সুখবর। ম্যাচে ব্যাটিং করতে মাঠে নামেন কেএল রাহুল। তারকা ব্যাটার শুক্রবার ম্যাচের প্রথম দিনই প্রসিদ্ধ কৃষ্ণের বলে কনুইয়ে আঘাত পান। তিনি আগেভাগেই মাঠ ছাড়েন। এই চোটের জেরে রাহুলকে ব্যথায় কাতরাতে দেখা যায়। সেদিন রাহুলকে আর ব্যাট করতে দেখা যায়নি। তবে রবিবার দিন রাহুল ব্যাট করতে নামেন। তিনি রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে নাকি তিন ঘণ্টা নেটে অনুশীলনও সারেন। ফলে তিনি যে প্রথম টেস্টে খেলতে নামার জন্য ফিট, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আঙুল ভেঙেছে গিলের! পরিবর্ত হিসাবে অজ়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন দেবদত্ত পাড়িক্কাল?