অ্যাডিলেড: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই অ্যাডিলেডে শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd test)। দিন রাতের টেস্টে গত বার অ্যাডিলেডে ভারতের অভিজ্ঞতা একেবারেই ভাল নয়। শেষবার এই মাঠেই ৩৬ রানে অল আউট হয়েছিল টিম ইন্ডিয়া। সেই ইতিহাস বদলাতে মরিয়া হয়ে মাঠে নামব টিম ইন্ডিয়া। কেমন থাকবে এই ম্যাচের পরিবেশ? পিচই বা কেমন হবে?


ম্যাচের প্রথম দিন অ্যাডিলেডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী ম্যাচের প্রথম দিন ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা তো রয়েইছে পাশাপাশি ঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্বাভাস অনুযায়ী বিকেলবেলার দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সময় যত গড়াবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ততই কমবে। সমর্থকদের জন্য এটাই আনন্দের সংবাদ। পরের দিকে অবশ্য পরিবেশ অনেকটাই উন্নত থাকবে। একমাত্র ম্যাচের পঞ্চম দিন বাদে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। পঞ্চম দিনেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। 


অ্যাডিলেডের ২২ গজে কিন্তু ব্যাট বলের ভাল লড়াই দেখার সম্ভাবনা রয়েছে। গোধূলি লগ্নে গোলাপি বলে ফাস্ট বোলাররা বরাবরই মদত পায়। অ্যাডিলেডেও সেই ছবিই দেখা যায়। এই সময়ই তো ভারতীয় ব্যাটিং লাইন আপে গতবার ধস নেমেছিল। তবে সময় গড়ালে অ্যাডিলেডের পিচ কিন্তু ব্য়াটিং সহায়ক হয়ে যায়। একবার সেট হলে এই পিচে বড় রান করতে পারেন ব্যাটাররা। আর একেবারে শেষের দিকে শুষ্ক পিচে তৃতীয় দিন থেকে স্পিনাররাও বেশ মদত পায়। এবারেও তেমন ছবি দেখারই সম্ভাবনা প্রবল। 


এই ম্যাচেই ভারতীয় দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। তবে তিনি ওপেন করবেন না। সাংবাদিক সম্মেলনে রোহিত জানান, 'আমি বাড়িতে প্রথম টেস্টের খেলার দেখছিলাম। ছেলেকে কোলে নিয়ে ওপেনিংয়ে রাহুল ও জয়সওয়ালের খেলা দেখেছি। দারুণ ব্যাটিং করছিল রাহুল ওপেনিং পজিশনে। আমার মনে হয় ও যোগ্য এই পজিশনে ব্যাট করার। এখন তাই পজিশন বদলানোর কোনও প্রয়োজনই নেই। জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয় এনে দিতে সাহায্য করেছে রাহুল। বিদেশের মাটিতে এমনিও ওর ব্যাটিং প্রশংসনীয়। তাই কম্বিনেশনে কোনও বদল আনার প্রয়োজন নেই। আমি মিডল অর্ডারে কোনও একটা পজিশনে নামব।' বলেন রোহিত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পুরনো চাল ভাতে বাড়ে, মুস্তাক আলিতে ভুবনেশ্বর কুমারের হ্যাটট্রিক, ৪ ওভারে খরচ করলেন মাত্র ৬ রান