পারথ: সিনিয়র ভারতীয় দলের হয়ে প্রথমবার অস্ট্রেলিয়ায় (India vs Australia) পাড়ি দিয়েছেন। পারথে প্রথম টেস্টে প্রথম ওভারেই মিচেল স্টার্কের সম্মুখিন হয়েছে। এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের অটোমেটিক চয়েস যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ বাদ দিলে তাঁর ব্যাটে গোটা বছরেই রান এসেছে। এবার পারথে নতুন রেকর্ডের হাতছানি রয়েছে তরুণ এই বাঁহাতি ওপেনারের সামনে। আর সেক্ষেত্রে ১০ বছর আগের পুরনো রেকর্ড ভেঙে দিতে পারেন। যদিও প্রথম ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। পারথে না হলেও অ্যাডিলেডেও সেই সুযোগ থাকবে জয়সওয়ালের সামনে।
চলতি বছরে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৩২টি ছক্কা হাঁকিয়েছেন জসওয়াল। টেস্ট ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির রয়েছে ব্রেন্ডন ম্য়াকালামের। তিনি ২০১৪ সালে ৩৩ টি ছক্কা হাঁকিয়েছিলেন এক বছরে। যেই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। এবার সেই রেকর্ড নিজের নামে করার সুযোগ রয়েছে জয়সওয়ালের সামনে।
এখনও পর্যন্ত টেস্টে চলতি বছর ১১টি ম্য়াচ খেলেছেন জয়সওয়াল। ২১ ইনিংসে ১১১৯ রান করেছেন। গড় ৫৫.৯৫। একটি শতরান ও একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। এখনও পর্যন্ত নিজের টেস্ট কেরিয়ারে ১৪ ম্য়াচে ১৪০৭ রান করেছেন ২৬ ইনিংসে। সেখানে ৫৬.২৮ গড়ে ব্যাটিং করেছেন। ৩টি সেঞ্চুরি ও ৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।
পারথে প্রথম স্টার্কের দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। আট বল মোট খেললেও শেষ পর্যন্ত গালিতে খোঁচা দিয়ে ক্যাচ তুলে দেন তরুণ ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে স্যুইংয়ের মোকাবিলা করা প্রথম কয়েক ঘণ্টায় যে কি বিশাল চাপের, তা বোধহয় বুঝতে পারলেন যশস্বী।
এদিকে, শেষ মুহূর্তে ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়েছেন দেবদত্ত পড়িক্কল। অজ়িভূমে ভারতের ১৮ জনের দলে যোগ দেওয়ার পর পাড়িক্কাল বলেন, 'আমার তো সত্যি বলতে এখনও বিশ্বাসই হচ্ছে না। অনুশীলনে দারুণ উদ্যমের সঙ্গে যেভাবে আমরা খেলি, সেটা খুবই আনন্দদায়ক। সামনে যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে এবং তার জন্য যে সকলেই প্রস্তুত, তা সহজেই বোঝা যায়। তাই ভারতীয় দলের সঙ্গে প্রতিটি অনুশীলন সেশনেই খুব আনন্দের হয়। কারণ প্রতিটি অনুশীলন সেশনই ম্যাচের মতোই লাগে। তাই আশা করছি আমরা ম্যাচেও এই সেটা করতে পারব।'
আরও পড়ুন: টস জিতে ব্যাটিং নিলেন বুমরা, প্রথম একাদশে নীতিশের সঙ্গে অভিষেক নাইট তারকার