পারথ: প্রথম টেস্টে মাঠে নামার আগে তিনদিনের প্রস্তুতি ম্য়াচে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্লেয়াররা। ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ খেলছিলেন ভারতীয় টেস্ট দলের প্লেয়াররা। বিরাট, গিল, বুমরা, পন্থের মত তারকা প্লেয়ারদের দেখা গিয়েছিল ম্য়াচে। তিন দিনের প্রস্তুতি ম্য়াচে প্রথম দিনে ১৫ রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট। এরপর দ্বিতীয় দিনে দুবার ব্যাট করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিশ্চিতভাবেই আসন্ন সিরিজে, এমনকী প্রথম ম্য়াচে রোহিতের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব কাঁধে থাকবে বিরাটের।
বিসিসিআইয়ের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গৌতম গম্ভীর পেপটক দিচ্ছেন। অভিষেক নায়ারের নজরদারিতে ব্যাটিং অনুশীলন সারছেন রাহুল, বিরাট, গিলরা। অভিষেক নায়ার বলছেন, ''অস্ট্রেলিয়া আসার আগে রোহিত ও গৌতি ভাইয়ের মধ্য়ে আলোচনা হয়েছিল। সেখানে একটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যে এখানে আসার পর কী করব আমরা। তাতে ঠিক হয় য অভিজ্ঞ ও নতুন প্লেয়ারদের একসঙ্গে খেলাটা ও সময় কাটানোটা অস্ট্রেলিয়ায় ভীষণ জরুরি। কারণ এখানকার আবহাওয়া, পরিবেশ সম্পর্কে বোঝার একটা বিষয় থাকে। আমরা এখানে চার বছর বাদে এসে টেস্ট ম্য়াচ খেলতে চলেছি। তাই সময় দেওয়াটা জরুরি।'' কোহলি প্রস্তুতি ম্য়াচে একবার ১৫ রানে আউট হন, একবার ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
বোলিং ডিপার্টমেন্টে বুমরা শুধু পেস অ্য়াটাককেই নয়, হয়ত পারথ টেস্টে পুরো দলের নেতৃত্বভারও সামলাতে চলেছেন। এই পরিস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে জানহাতি পেসারকে। দ্বিতীয় দিনে বুমরা ১৮ ওভার বল করেছিলেন বুমরা। প্রত্যেকে ১৫ ওভার করে বল করেছিলেন। মর্নি মর্কেলকে দেখা যায় সিরাজের সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে, গল্প করতে।
এদিকে রোহিত শর্মা পারথ টেস্টে না খেললেও অ্যাডিলেড টেস্টে খেলবেন। রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে অ্য়াডিলেড টেস্টের আগে যে দু দিন ব্যাপী গোলাপি বলের প্রস্তুতি ম্য়াচ হবে, সেই ম্য়াচ খেলবেন তিনি। ম্য়াচে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ৩০ নভেম্বর থেকে সেই প্রস্তুতি ম্য়াচটি খেলা হবে।