অ্যাডিলেড: মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে ম্যাচ। পরের টেস্ট শুরু হতে এখনও খানিকটা সময় বাকি। তাই অযথা সময় নষ্ট না করে, বিশ্রামের বদলে অনুশীলনের পথই বেছে নিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থরা অনুশীলনে ঘাম ঝড়ালেও, দেখা গেল না এক তারকাকে। তিনি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গাব্বায় শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। এই ম্যাচের ওপর শুধু বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) এগিয়ে যাওয়ার সুযোগ নই, এই ম্যাচের ওপরেই আবার ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর ভাগ্য অনেকাংশে নির্ভরশীল। সেই ম্যাচে যাতে অ্যাডিলেডের অবস্থার পুনরাবৃত্তি না হয়, জন্য তাই তৎপর টিম ইন্ডিয়া। সেই উদ্দেশ্যেই জোরকদমে অনুশীলন চালালেন ভারতীয় দলের তারকারা। গৌতম গম্ভীর, মর্নি মর্কেলদের কড়া নজরে চলল অনুশীলন। বিসিসিআইয়ের তরফে সেই অনুশীলনের একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
ভিডিওটির ক্যাপশনেও ঘুরে দাঁড়ানোর বার্তা। ক্যাপশনে লেখা, 'সময় সামনের দিকে তাকানোর। ব্রিসবেন টেস্টের জন্য প্রস্তুতিটা এখানে অ্যাডিলেড থেকেই শুরু হচ্ছে।' অনুশীলনে যশ দয়াল, আকাশ দীপ, মুকেশ কুমার, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, প্রায় সকলেই বল করলেন। তবে দেখা গেল না ভারতের সবথেকে ইনফর্ম বোলার যশপ্রীত বুমরাকে।
কিন্তু কেন তারকা ভারতীয় ফাস্ট বোলার টিম ইন্ডিয়ার অনুশীলনে অনুপস্থিত রইলেন? তাঁর কি কোন চোট লাগল? এমন কিন্তু কোনও খবর নেই। আসলে যা শোনা যাচ্ছে তাতে বুমারকে বিশ্রাম দিতেই তাঁকে অনুশীলন থেকে বিরত রাখা হয়। প্রথম দুই টেস্টেই বল হাতে আগুন ঝরান বুমরা। বিশেষজ্ঞদের মতে দলের সেরা বোলিং অস্ত্র বুমরা। তবে পাঁচ ম্যাচের লম্বা সিরিজ়। বুমরার ওপর যাতে বাড়তি চাপ না পড়ে, তাই তাঁর ওয়ার্কলোড ম্যানেজে তৎপর টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: উত্তপ্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের নিপীড়নের বিরুদ্ধে কেষ্টপুরে প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকরা