পারথ: ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তাই পরের সিরিজ়ের দিকে সকলের কড়া নজর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলত হলে আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) কিন্তু ভারতীয় দলের ভুল ত্রুটির কোনও জায়গা নেই। অজ়িদের বিরুদ্ধে টেস্ট খেলার জন্য ইতিমধ্যেই রবিবার ও সোমবার, ১১ ও ১২ নভেম্বর দুই দফায় ভারতীয় দলের ক্রিকেটাররা রওনা দিয়ে দিয়েছেন। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং অনুশীলন সারতে হাতে প্রায় ১০ দিনের সময় পাবে টিম ইন্ডিয়া।


ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) মহারণ শুরুর আগে পারথে টিম ইন্ডিয়ার সকলে একত্রিত হবে। সেখানেই দিন দশেক চলবে অনুশীলন। সেখানেই তো ২২ নভেম্বর প্রথম টেস্ট আয়োজিত হবে। ভারতীয় দল ওয়াকা স্টেডিয়ামে অনুশীলন সারবে। বাইরে থেকে যাতে অনুশীলনের কিছু দেখা না যায়, সেই কারণেই কালো কাপড়ে অনুশীলনের স্থান সংলগ্ন গ্রিল সম্পূর্ণভাবে ঢেকে ফেলা হয়েছে। গোটা মাঠেই লকডাউনের পরিস্থিতি। শুধু সাধারণ জনগণের থেকে আড়াল করাই নয়, অনুশীলনের যাতে কোনও ফুটেজ বাইরে না যায়, সেই কারণে মাঠকর্মীদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ফোনের ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।


প্রসঙ্গত, ভারতীয় দলে পারথে খেললে কিন্তু এমন ছবিটা এর আগেও দেখা গিয়েছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও নাকি কালো কাপড়ে ঢেকেই ভারতীয় দল নিজেদের অনুশীলন সেরেছিল। তাই এই ঘটনা নতুন নয়। প্রসঙ্গত, ভারতের মূল দল অস্ট্রেলিয়া যাওয়ার আগেই সে দেশে পৌঁছেছে ভারতীয় ‘এ’ দল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি ম্যাচও খেলছে ভারত 'এ'। তারপরে ভারতের মূল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার ছিল ভারত 'এ' দলের। অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না।


 






তাই পারথে 'এ' দলের বিরুদ্ধেই ম্যাচ খেলার কথা ছিল কোহলিদের। তবে সেই ম্যাচ বাতিল হয়েছে। গম্ভীর এবং তাঁর কোচিং স্টাফেদের মতে প্রস্তুতি ম্যাচের পরিবর্তে নেটে বাড়তি অনুশীলনই দলের পক্ষে অধিক লাভদায়ক হবে। তবে ম্যাচ না খেললেও, ম্য়াচ পরিস্থিতিতে মাঝ পিচেই 'এ' দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়া অনুশীলন সারবে বলে জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তেমনটাই সম্ভবত হতে চলেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অবশেষে প্রত্যাবর্তন, বাংলার হয়ে রঞ্জিতে মাঠে নামছেন মহম্মদ শামি