কলকাতা: গত ১৯ নভেম্বর ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে শেষ বার প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল তাঁকে। তারপর অস্ত্রোপ্রচার, রিহ্যাব, ফের চোট সংশয় এবং ফের রিহ্যাব। প্রায় এক বছর ধরে এই প্রক্রিয়াই চলেছে। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার (Bengal Cricket Team) হয়ে মাঠে নামতে চলেছেন তারকা ফাস্ট বোলার।


কাল থেকে শুরু হচ্ছে বাংলা বনাম মধ্যপ্রদেশের রঞ্জি ট্রফি (Ranji Trophy) ম্যাচে। ইনদওরে সেই ম্যাচেই বাংলার হয়ে মাঠে নামতে দেখা যাবে শামিকে। বাংলার সাম্মানিক সচিব নরেশ ওঝা এক বিজ্ঞপ্তিতে শামির মাঠে ফেরার খবর নিশ্চিত করেছেন। বাংলা দল বেঙ্গালুরু থেকে মধ্যপ্রদেশের ইনদওরে উড়ে যাওয়ার আগেই কিন্তু দলের সঙ্গে টিম হোটেলে দেখা করেছিলেন মহম্মদ শামি। অনুষ্টুপ মজুমদারদের সঙ্গে শামির ছবি সোশ্য়াল মিডিয়ায় ছাড়াও হয়েছিল। তবে সেই সময়ও তিনি কতটা ফিট বা সেই নিয়ে সংশয় ছিল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ঘোষিত দলে তাঁর নামও ছিল না। তাই মনে করা হচ্ছিল তিনি হয়তো মধ্যপ্রদেশেরে বিরুদ্ধে মাঠে নামবেন না। তবে অবশেষে ৩৫৯ দিন পর শামিকে আবারও মাঠে খেলতে দেখা যাবে। 


বেঙ্গালুরুতেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অবস্থিত। সেখানে শামি বহুদিন ধরেই নিজের রিহ্যাব করছেন। মাঠের ফেরার জন্য নিজেকে প্রস্তুত। আর বাংলা দলও বেঙ্গালুরুতেই কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি খেলতে গিয়েছিল। মনে করা হচ্ছিল সেই সুযোগে তারকা ফাস্ট বোলার সকলের সঙ্গে দেখা করেন শামি। তবে শুধু দেখা নয়, পরের ম্যাচে অনুষ্টুপদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২২ গজে লড়াই করতে দেখা যাবে শামিকে।


নরেশ ওঝা এক বিজ্ঞপ্তিতে সিএবির তরফে জানান, 'ভারতীয় দল তথা বাংলা দলের জন্য বড় সুখবর। মহম্মদ শামি বুধবার থেকে শুরু হতে চলা এলিট গ্রুপ সি-র ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে মাঠে নামতে চলেছেন। বাংলা দলে শামির প্রত্যাবর্তন শুধু দলের শক্তিই বাড়াবে না, রঞ্জি ট্রফির পরবর্তী পর্বে পৌঁছনোর লক্ষ্যে থাকা দলের সকলেরই মনোবলও বাড়াবে।' বাংলা আপাতত চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে পাঁচে রয়েছে। শামির প্রত্যাবর্তনে বাংলা যে নতুন উদ্যমে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাবে, তা বলাই বাহুল্য।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আইপিএল নিলামে কি ঋষভ পন্থের হয় ঝাঁপাবে সিএসকে? মুখ খুললেন সিইও কাশী বিশ্বনাথন