পারথ: আর ২৪ ঘণ্টাও বাকি নেই। শুক্রবার থেকেই পারথে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট। এতদিন ধরে জল্পনা থাকলেও, আজ সাংবাদিক সম্মেলনের প্রথম টেস্টে যে যশপ্রীত বুমরাই (Jasprit Bumrah) টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, তা কার্যত নিশ্চিত হয়ে যাবে। তবে এই সিরিজ়ের প্রাথমিক দলে বুমরার ফাস্ট বোলিং জুড়িদার মহম্মদ শামিকে (Mohammed Shami) রাখা হয়নি। তাঁকে কি আদৌ এই সিরিজ়ে দেখা যাবে? বুমরা কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের পর থেকে শামিকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যায়নি। চোট, অস্ত্রোপ্রচার ফের চোট, সবমিলিয়ে তাঁর আন্তর্জাতিক প্রত্যাবর্তন পিছিয়েই চলেছে। ভারতীয় সমর্থকরা অজ়িভূমে শামির প্রত্যাবর্তনের আশায় থাকলেও, তা হয়নি। তবে সদ্যই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নেমেই ম্যাচে মোট সাতটি উইকেট নিয়েছেন তারকা ফাস্ট বোলার। এরপর থেকেই শামির দলে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে।
গতকাল টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছিলেন তারকা ফাস্ট বোলারের ফিটনেসের দিকে টিম ম্যানেজমেন্ট নজর রেখেছে। এবার বুমরার মুখেও গুরুত্বপূর্ণ সিরিজ়ে শামিকে দেখতে পাওয়ার সম্ভাবনার কথা শোনা গেল। প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, 'শামি দলের অবিচ্ছেদ্য অঙ্গ এবং টিম ম্যানেজমেন্ট ওঁর দিকে নজর রেখেছে। যদি সবটা ঠিকঠাক চলে তাহলে ওঁকে আপনারা এখানেও দেখতে পারেন।'
৩৪ বছর বয়সি শামি কতটা ম্যাচ ফিট, তার ওপরেই কিন্তু সবটা নির্ভরশীল। সূত্রের খবর, রোহিত শর্মার সঙ্গে একই বিমানে অস্ট্রেলিয়া পাড়ি দিতে পারেন শামি। রোহিত সম্ভবত দ্বিতীয় টেস্টের আগেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। দুই টেস্টের মধ্যে প্রায় নয় দিনের ব্যবধানও রয়েছে। সেই সময়ে অবশ্য শামি ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি (SMA T20) ট্রফিতে খেলবেন ডানহাতি ফাস্টবোলার। সোমবারই সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হল। সেই দলে রাখা হয়েছে শামিকে। ফলে দ্বিতীয় টেস্টের আগে শামির নিজের ফিটনেস বাড়িয়ে নেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যাট চললেই গড়বেন গুচ্ছ রেকর্ড, বর্ডার-গাওস্কর ট্রফিতে ইতিহাসের হাতছানি কোহলির সামনে