নাগপুর: দীর্ঘ কয়েক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) প্রত্যাবর্তন করেছেন। গত বছর এশিয়া কাপের (Asia Cup 2023) আগেই হাঁটুতে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এরপরই অস্ত্রোপচারের পর বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ফের ২২ গজে ফিরলেন। আর একেবারে রাজার মত। নাগপুর টেস্টের (Nagpur Test) প্রথম দিনের নায়ক তিনিই। একাই তুলে নিলেন অস্ট্রেলিয়ার ৫ উইকেট। মূলত জাডেজার বোলিং তাণ্ডবের চোটেই অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ১৭৭ রান অল আউট হয়ে যায়।
এদিন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ এই দুজনই মূলত ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ভারতীয় বোলারদের সামনে। প্রথম জন টেস্টে ব্যাটারদের তালিকায় বিশ্বের এক নম্বর ব্যাটার। দ্বিতীয় জন রয়েছেন দ্বিতীয় স্থানে। তবে এই ২ জনকেই এদিন ফেরান জাডেজা। প্রথমে লাবুশেনকে ফেরান। অজি ব্য়াটার ক্রিজ থেকে বেরিয়ে আসতেই উইকেটের পেছন দ্রুত গতিতে স্টাম্পিং করতে কোনও ভুল করেননি কে এস ভরত।
লাবুশেনকে ফেরানোর পর জাডেজা পরের বলেই ফেরান ম্যাট রেঁনেশকে। হ্যাটট্রিক সুযোগ হাতছাড়া করলেও ক্রিজে জমে যাওয়া স্টিভ স্মিথের উইকেট হয়ত আজকে জাডেজার ঝুলিতে যাওয়া সেরা উইকেট। দ্রুত গতির বল স্মিথের ব্যাট ও পায়ের ফাঁক দিয়ে গলে স্টাম্প ভেঙে দেয়। সেই মুহূর্তে ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী। জাডেজার বল স্মিথের উইকেট ভাঙতেই সেই কণ্ঠ শাস্ত্রীর। তাঁর পাওয়ারফুল ভয়েস যেন সেই উইকেটের মাত্রা কতটা তা বোঝানোর জন্যই যথেষ্ট।
প্রথম দিনের শেষে এগিয়ে ভারত
বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar) প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়াকে (Australia) ১৭৭ রানে অল আউট করে দিয়েছিল ভারত। এরপর ব্যাট হাতে সেই পিচেই একপ্রকার ওয়ান ডে ফর্ম্যাটের গতিতে রান তুললেন রোহিত শর্মা। অর্ধশতরানের ইনিংস খেলে দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান। প্রথম দিনের খেলা শেষে ভারত ১ উইকেট হারিয়ে বোর্ডে ৭৭ রান তুলেছে।
টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু বোর্ডে মাত্র ১৭৭ রান তুলতেই নিজেদের সব উইকেট হারায় ব্যাগি গ্রিনরা। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে রোহিত ও রাহুল জুটি প্রথম উইকেটে ৭৬ রান যোগ করেন। কিন্তু ৭১ বলে মাত্র ২০ রানের ইনিংস খেলেই নিজের উইকেট হারান রাহুল। এরপর তবে রোহিত শর্মা এদিন নিজের চেনা ছন্দে ব্যাটিং করলেন। যে পিচে রান তুলতে হিমশিম খেতে হয়েছিল অজি ব্যাটারদের। সেই পিচেই দিনের শেষে ৬৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি।